Durga Puja 2025: শতাব্দী প্রাচীন দুর্গাপুজো, আউশগ্রামের কালিকাপুর রাজবাড়ি টলিউডের প্রিয় ঠিকানা

Last Updated:

East Bardhaman News: কালিকাপুর সাতমহলা জমিদার বাড়ি আজও বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও সিনেমাপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়।

+
কালিকাপুর

কালিকাপুর রাজবাড়ি 

আউশগ্রাম, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের কালিকাপুর সাতমহলা জমিদার বাড়ি আজও বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও সিনেমাপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে থাকা এই বিশাল রাজবাড়ি শুধু ইতিহাসের সাক্ষী নয়, বরং টলিউডের অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের অন্যতম শুটিং লোকেশন। আউশগ্রাম ২ ব্লকের অমরপুর পঞ্চায়েতের অন্তর্গত এই কালিকাপুর গ্রামে রয়েছে রায় জমিদার বাড়ি। জমিদার পরমানন্দ রায় একসময় ছিলেন বর্ধমান মহারাজার দেওয়ান। তাঁর কাজকর্মে খুশি হয়ে বর্ধমান রাজ পরিবার আউশগ্রামে বিশাল জমিদারি দান করেন।
এরপর পরমানন্দ রায় তাঁর সাত ছেলের জন্য তৈরি করেন সাতটি আলাদা প্রাসাদসম বাড়ি। সেখান থেকেই এই জমিদারবাড়ির নাম হয় সাতমহলা বাড়ি। প্রায় ৩৭৫ থেকে ৪০০ বছর ধরে চলে আসছে এই বাড়ির দুর্গাপুজো। রায় পরিবার আজও সাবেকি রীতি মেনে পুজো করেন। প্রতি বছর কৃষ্ণ নবমী থেকে শুরু হয় দুর্গাপুজো। রাজবাড়ির বিশাল দুর্গাদালান, তিনদিক ঘেরা মণ্ডপ এবং শৈল্পিক স্থাপত্য এখনও যেন অতীত যুগের মহিমা মনে করিয়ে দেয়। বর্তমানে রায় পরিবারের সদস্য সংখ্যা প্রায় ১৫০, যাঁরা দেশের নানা প্রান্ত ও বিদেশ থেকে দুর্গাপুজোয় একত্রিত হন।
advertisement
advertisement
রায় পরিবারের সদস্য মোহিতোষ রায় বলেন, ‘নতুনভাবে এই রাজবাড়ি সাজিয়ে তোলা হচ্ছে রিপেয়ার করা হচ্ছে। এই কাজে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দুর্গাপুজোয় পর্যটকরা ঘুরতে আসতে পারেন, তখন আমাদের দুর্গা দালান খোলাই থাকবে।’ কালিকাপুর সাতমহলা জমিদার বাড়ি টলিউড ও বলিউডের কাছে এক জনপ্রিয় শুটিং স্পট। বিখ্যাত পরিচালক মৃণাল সেন তাঁর কালজয়ী ছবি খণ্ডহার এখানে শুট করেছিলেন। এছাড়াও একাধিক বাংলা এবং হিন্দি সিনেমার শ্যুটিং হয়েছে এই রাজবাড়িতেই।
advertisement
ঋতুপর্ণ ঘোষ , প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কাজল, আবির-সহ অসংখ্য পরিচালক ও অভিনেতা অভিনেত্রী এই রাজবাড়িতে শ্যুটিং করেছেন। ইতিমধ্যেই এখানে প্রায় ১০০ এর কাছাকাছি চলচ্চিত্র ও ধারাবাহিকর দৃশ্যধারণ হয়েছে। প্রতি বছর দুর্গাপুজো শেষ হতেই এই রাজবাড়িতে শুরু হয় একের পর এক সিনেমার শ্যুটিং। এভাবেই ইতিহাস, সংস্কৃতি ও বিনোদনের অনন্য মেলবন্ধন ঘটেছে আউশগ্রামের এই কালিকাপুর সাতমহলা জমিদার বাড়িতে। তবে এবারে পুজোর আগে কিছুটা নতুনভাবে সেজে উঠছে এই রাজবাড়ি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: শতাব্দী প্রাচীন দুর্গাপুজো, আউশগ্রামের কালিকাপুর রাজবাড়ি টলিউডের প্রিয় ঠিকানা
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement