Kali Puja 2025: দেবীর কাছে প্রার্থনা করলেই পূর্ণ হয় চাকরির স্বপ্ন? দীপাবলিতে ভক্তদের ভিড় উপচে পড়ে ‘সার্ভিস কালী’-র মন্দিরে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Kali Puja 2025: জেলার মুখ্য কালীক্ষেত্র হিসেবে পরিচিত বাঁকুড়ার প্রাচীন পৌরশহর সোনামুখী। এখানে ছোট-বড় মিলিয়ে সর্বসাকুল্যে প্রায় আড়াইশো কালিপুজো হয়।
সোনামুখী, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: কালীমন্দিরে মানত করলেই সরকারি চাকরি? গল্পকথা নয়! হাজার হাজার ভক্তের ঢল নামবে সেই আশাতেই। বাঁকুড়ার সোনামুখীর ‘সার্ভিস কালী’ মন্দিরে কালী পুজোর দিন ছবিটা এমনই হবে। প্রচলিত বিশ্বাস, যে ভক্তরা সরকারি চাকরির মানত করেন, তাঁদের ফেরান না মা কালী। গত বছরে মানত করে চাকরি পেয়েছেন দুইজন, জানা গেছে তাঁরা কালীপুজোয় আসবেন।
জেলার মুখ্য কালীক্ষেত্র হিসেবে পরিচিত বাঁকুড়ার প্রাচীন পুরশহর সোনামুখী। এখানে ছোট-বড় মিলিয়ে সর্বসাকুল্যে প্রায় আড়াইশো কালীপুজো হয়। এখানকার প্রাচীন কালীপুজোগুলোর মধ্যে অন্যতম হল ‘সার্ভিস কালী’। প্রায় ৮৫ বছরের পুজো। তবে এই নাম কিভাবে আসে? কমিটির এক সদস্য জানান, জানা যায় কোনও এক ব্যক্তি বাসের লাইসেন্স করানোর জন্য হন্যে হয়ে উঠেছিলেন। তারপর মায়ের কাছে মানত করতেই সেই কাজ হয়ে যায়। তখন থেকে নাম ‘সার্ভিস কালী’।
advertisement
১৯৪০ সালের কাছাকাছি সময়ে সোনামুখী শহরের ধর্মতলায় কালীপুজো করতেন এলাকার কিছু যুবক।
advertisement
এলাকায় জনপ্রিয় জনশ্রুতি, বেকারত্বের জ্বালায় জর্জরিত হয়ে উঠেছিলেন তাঁরা। এরপর কালীমায়ের কাছে মানত করার পর চাকরি হয় তাঁদের। ঠিক হয় মায়ের পুজো ধুমধাম করে পালন করবেন। তার পর থেকেই সোনামুখী শহরের ধর্মতলাতে ধুমধাম করে কালীপুজো করে আসছেন ওই যুবকরা। সেই থেকেই এবং কালীপুজোর নাম দেওয়া হয় “সার্ভিস কালী।”
advertisement
আরও পড়ুন : ভাগীরথীর তীরে ৩০০ বছরের প্রাচীন এই কালীমন্দিরে কার্তিক অমাবস্যায় মহা সমারোহে বসে পুজোর আসর
কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস আছে বলেই দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ যুবক-যুবতী আসেন সোনামুখী শহরের সার্ভিস কালীমায়ের কাছে। একটা চাকরি এবং একটা সুন্দর ভবিষ্যতের আশায় তারা মানত করেন। তারপর তাদের কঠিন পরিশ্রম এবং অধ্যবসায় সেই চাকরি পেতে সাহায্য করে। মায়ের প্রতি তৈরি হয় অগাধ বিশ্বাস।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2025 7:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: দেবীর কাছে প্রার্থনা করলেই পূর্ণ হয় চাকরির স্বপ্ন? দীপাবলিতে ভক্তদের ভিড় উপচে পড়ে ‘সার্ভিস কালী’-র মন্দিরে