Kali Puja 2024: সাগরের ধসপাড়ার প্রাচীন কালীপুজোয় প্রচুর ভক্ত ও পুণ্য়ার্থী সমাগম

Last Updated:

Kali Puja 2024: প্রথম প্রথম সুন্দরবনের উপকূলবর্তী এলাকার কিছু মানুষ দ্বীপে আসা শুরু করেন। তাঁরা আসতেন মাছ ধরতে, মধু সংগ্রহ করতে। পরে তাঁদের হাতেই ধীরে ধীরে তৈরি হয় জনবসতি।

+
ধসপাড়ার

ধসপাড়ার কালী প্রতিমা

নবাব মল্লিক, গঙ্গাসাগর: সাগরের ধসপাড়ার প্রাচীন কালীপুজোকে ঘিরে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ চরমে। প্রতি বছর এই কালীপুজো উপলক্ষে কয়েক হাজার মানুষ সেখানে আসেন। স্থানীয়দের বিশ্বাস ধসপাড়ার এই কালীমা খুবই জাগ্রত। সাগরদ্বীপ একসময় ঘন জঙ্গলে ভরা ছিল। প্রথম প্রথম সুন্দরবনের উপকূলবর্তী এলাকার কিছু মানুষ দ্বীপে আসা শুরু করেন। তাঁরা আসতেন মাছ ধরতে, মধু সংগ্রহ করতে। পরে তাঁদের হাতেই ধীরে ধীরে তৈরি হয় জনবসতি। প্রায় সমসাময়িক সময় থেকে এখানে একটি বটগাছের গোড়ায় শুরু হয় পুজো। এর অনেক পরে স্থানীয় নিরঞ্জন পাত্র নামের এক ব্যক্তি এখানে স্থায়ী পুজোর সূচনা করেন।
আরও পড়ুন : ইতিহাসের সঙ্গী ঐতিহ্য, বনগাঁর কালীমন্দির ‘সাত ভাই কালীতলা’-য় শ্যামাপূজার প্রস্তুতি তুঙ্গে
এখানে দেবীর পাঁচটি বড় মূর্তি রয়েছে। চলে নিত্যপুজো, প্রতি মঙ্গল ও শনিবার আয়োজন করা হয় বিশেষ পুজো। এ নিয়ে মন্দিরের প্রধান সেবায়েত প্রকাশ পণ্ডা বলেন, ‘‘সাগরদ্বীপ যখন গড়ে উঠেছিল তখন থেকেই এই মন্দিরে কালীমায়ের পুজো শুরু। পুজো দিতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন।’’ এ নিয়ে নিরঞ্জন পাত্রের বংশধর মানবেন্দ্র পাত্র বলেন, ‘‘এখানে একসময় জঙ্গল ছিল, হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে রক্ষা পেতে শুরু হয়েছিল পুজো। যা এখনও চলে আসছে। কালীপুজোর দিন এখানে অনেকেই আসেন।’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2024: সাগরের ধসপাড়ার প্রাচীন কালীপুজোয় প্রচুর ভক্ত ও পুণ্য়ার্থী সমাগম
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement