বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর গাড়ি আটকে প্রবল বিক্ষোভ, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয় বিক্ষোভকারীদের ৷
#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন কৈলাস বিজয়বর্গী ৷ ৩৪ নং জাতীয় সড়কে সাগরদিঘির সুখির মোড়ে বাধা পান বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী ৷ তাঁর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ প্রদর্শন ৷ মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয় বিক্ষোভকারীদের ৷ নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই পুরো ঘটনার ভিডিও পোস্ট করেছেন কৈলাস বিজয়বর্গী ৷ একইসঙ্গে ঘটনার জন্য দায়ী করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ একইসঙ্গে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি ৷
ট্যুইটারে বিক্ষোভের ভিডিওটি পোস্ট করে বিজয়বর্গীর অভিযোগ, ‘মুর্শিদাবাদ যাওয়ার সময় রাস্তায় আমার গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয় ৷ প্রশাসনের তরফ থেকে কোনও সাহায্য চেয়েও পায়নি ৷ পুলিশ সুপার, ডিজি ফোন তোলেননি ৷ ’ শুধু সাগরদীঘি নয়, মোরগ্রামের কাছেও বিক্ষোভের মুখে পড়েন কৈলাস বিজয়বর্গী ৷
मुर्शिदाबाद जाते हुए मुझे नवग्राम के पास मुस्लिमों की बड़ी भीड़ ने घेर लिया है। मेरी गाडी के दोनों तरफ भीड़ जमा है। प्रशासन कोई सुनवाई नहीं कर रहा! SP और DG भी फ़ोन नहीं उठा रहे! पश्चिम बंगाल में अराजक सरकार के रहते कुछ भी हो सकता है! यहाँ किसी की जान सुरक्षित नहीं है! pic.twitter.com/7fjiz9cwpI
— Kailash Vijayvargiya (@KailashOnline) December 18, 2019
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 18, 2019 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর গাড়ি আটকে প্রবল বিক্ষোভ, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে