Jyotipriya Mallick News: জেল থেকে বেরিয়ে এই প্রথমবার, হাবরায় গিয়ে চমকে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক! যেন উৎসবের মেজাজ

Last Updated:

Jyotipriya Mallick News: জ্যোতিপ্রিয় মল্লিককে স্বাগত জানানোর পাশাপাশি বিশেষভাবে বরণ করেও নেওয়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে।

+
জ্যোতিপ্রিয়

জ্যোতিপ্রিয় মল্লিক

উত্তর ২৪ পরগনা: আগের তুলনায় অনেকটাই ঝরে গিয়েছে শরীর। প্রায় ১৪ মাস পর রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়ে রবিবার হাবরায় এলেন এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। দলের নেতা এলাকায় আসতেই যেন উৎসবের চেহারা নিল গোটা হাবরা। একবার নেতাকে দেখতে, এদিন হাবড়ার বিভিন্ন পথে নামলেন তৃণমূল কর্মী সমর্থকরা। রবিবার হাবরা বিধানসভা এলাকার বদর সহ পঞ্চায়েত এলাকা ঘুরে, হাবরা পৌর এলাকার দু’নম্বর রেল গেট থেকে রীতিমতো পদযাত্রা করে হাবরা পৌরসভায় পৌঁছন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।
এদিন তাকে স্বাগত জানানোর পাশাপাশি বিশেষভাবে বরণ করেও নেওয়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে। বিধায়কের সঙ্গে ছিলেন হাবরা পৌরসভার পৌর প্রধান নারায়ণ চন্দ্র সাহা, হাবরা পুলিশ আধিকারিক অনুপম চক্রবর্তী সহ দলীয় নেতাকর্মীরা। এদিন পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, হাবরার উন্নয়নই তাঁর কাছে এখন পাখির চোখ। যে অসমাপ্ত কাজ রয়েছে, তা পূরণ করারও কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প হাবরায় পানীয় জল পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই ২৬০০০ বাড়িতে পৌঁছেছে জলের কানেকশন। হাসপাতালে নতুন বিল্ডিংও তৈরি হয়ে গিয়েছে, চলছে শেষ মুহূর্তের ইলেকট্রিক্যাল কাজ।
advertisement
advertisement
স্কুল-কলেজের পাশাপাশি হাসপাতাল গুলিতেও বিশেষ নজর দেওয়ার কথা বলেন তিনি। বাউগাছিতে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বিশেষ পরিষেবা যুক্ত হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদেরও এদিন শুভেচ্ছা জানান জ্যোতিপ্রিয়।এতদিন পর দলীয় কর্মী সমর্থকদের মাঝে আসতে পেরে ভাল লাগছে বলে জানান রাজ্যের প্রাক্তন মন্ত্রী।
advertisement
তিনি বলেন, ”কর্মীরাই দলের আসল সম্পদ, নেতা ভিত্তিক না করে কর্মী ভিত্তিক দল করলে সেটা বেশি ভাল হয়। একটা কর্মী তৈরি করা অনেক কঠিন।” প্রায় এক বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়ে, নিজের বিধানসভা এলাকায় এসে ‘বালু’ যেন পুরনো মেজাজ-ই ধরে রাখার চেষ্টা চালালেন। এদিন দিনভর কর্মসূচি রয়েছে তাঁর। যোগ দেবেন বেশ কয়েকটি দলীয় বনভোজনেও।
advertisement
—- Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jyotipriya Mallick News: জেল থেকে বেরিয়ে এই প্রথমবার, হাবরায় গিয়ে চমকে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক! যেন উৎসবের মেজাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement