Jyotipriya Mallick: 'আমায় ডাকলে বিজেপি নেতাদেরও নিয়ে যাব', জ্যোতিপ্রিয়র মন্তব্যে তুমুল শোরগোল

Last Updated:

Jyotipriya Mallick: মমতা মোদি বৈঠক প্রসঙ্গে সুকান্ত মজুমদারের পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ''ভালো করে রাজনৈতিক কালচার শিখে আসুন। যা বলেন আমার লজ্জা লাগে। বিজেপির একটা কালচারাল ক্লাস করুন।''

জ্যোতিপ্রিয়র চ্যালেঞ্জ
জ্যোতিপ্রিয়র চ্যালেঞ্জ
#হাবড়া: ''ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স ডাকে ডাকুক আমাকে, যদি যেতে হয় সঙ্গে বিজেপি নেতাদের নিয়ে যাব'', এমনই মন্তব্য করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। শনিবার বিকেলে হাবড়ার পাঁচ নম্বর ওয়ার্ডের ত্রিশ নম্বর রেলগেট এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের দ্বার উদঘাটনের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, ফ্রি কোচিং সেন্টার উদ্বোধন এবং ফ্রি ডাক্তারি চেম্বারের শুভ উদ্বোধন হয় এলাকার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রীর হাত ধরে। অনুষ্ঠান মঞ্চ থেকেও জ্যোতিপ্রিয় মল্লিককে বলতে শোনা যায়, ''ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে লাভ নেই। ডাকে ডাকুক, আমাকে যদি যেতে হয় সঙ্গে বিজেপি নেতাদের নিয়েই যাব।''
এছাড়াও কেন্দ্রের একাধিক বিষয়ে মুখ খুলতে দেখা যায় জ্যোতিপ্রিয় মল্লিককে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদির বৈঠক প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ নিয়ে বলেন, ''বলার মতো ওই তো দুজন, সুজন (চক্রবর্তী) এবং মহম্মদ সেলিম, ওই দুজনের স্ট্যান্ডার্ড দেখে নিন।''
advertisement
advertisement
মমতা মোদি বৈঠক প্রসঙ্গে সুকান্ত মজুমদারের পাল্টা জ্যোতিপ্রিয় বলেন, ''ভালো করে রাজনৈতিক কালচার শিখে আসুন। যা বলেন আমার লজ্জা লাগে। বিজেপির একটা কালচারাল ক্লাস করুন।'' সিএএ নিয়ে অসীম সরকারের মন্তব্য নিয়ে পাল্টা জ্যেতিপ্রিয় বলেন, ''বুদ্ধি নেই। আমরা জনগণের ভোটাধিকার প্রয়োগে জয়লাভ করেছি। আবার কীসের প্রয়োজন সিএএ!''
advertisement
চন্দ্রিমা ভট্টাচার্য এবং জ্যোতিপ্রিয় মল্লিককে দিদির কাছে যেতেই হবে বলে মন্তব্য করেছিলেন অসীম সরকার। সেই প্রশ্নের উত্তরে এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ''ডাকে ডাকুক। আমাকে নিয়ে গেলে সঙ্গে আমি বিজেপি নেতাদেরও নিয়ে যাব। আমার কোনও ভয় নেই। তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে কোনও লাভ হবে না।''
----জিয়াউল আলম
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jyotipriya Mallick: 'আমায় ডাকলে বিজেপি নেতাদেরও নিয়ে যাব', জ্যোতিপ্রিয়র মন্তব্যে তুমুল শোরগোল
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement