পাট চাষিদের মুখে চওড়া হাসি, বাড়ল 'এত' টাকা সহায়ক মূল্য! জানুন জেলায় পাট বিক্রির মেগা আপডেট

Last Updated:

জেলার বিভিন্ন জায়গায় পাট উঠতে শুরু করায় ভারত সরকারের জেসিআই অনুমোদিত মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ক্রয় কেন্দ্রগুলিতে শুরু হয়েছে সহায়ক মূল্যে পাট কেনার প্রস্তুতি।

+
পাট

পাট চাষ

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মুর্শিদাবাদের বহু প্রান্তিক চাষিরা পাট চাষ করে জীবিকা নির্বাহ করেন। বেশ কয়েক বছরের পর এবছর সোনালী ফসলে লাভের মুখ দেখছেন।মুর্শিদাবাদে ১৭টি বিক্রয় কেন্দ্রে শুরু হয়েছে ন্যূনতম সহায়ক মূল্যে পাট কেনার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় পাট উঠতে শুরু করায় ভারত সরকারের জেসিআই অনুমোদিত মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ক্রয় কেন্দ্রগুলিতে শুরু হয়েছে সহায়ক মূল্যে পাট কেনার প্রস্তুতি।
কেন্দ্রের তরফে গতবারের তুলনায় সহায়ক মূল্য এবছর অনেকটাই বৃদ্ধি করার কারণে প্রত্যাশা অনুযায়ী কৃষকদের কাছ থেকে সাড়া মিলবে বলে জেসিআই এর কর্তারা মনে করছেন। মুর্শিদাবাদ জেলায় প্রায় এক লক্ষ হেক্টরের কাছাকাছি জমিতে পাট চাষ হয়েছে এবছর। এখন ভাল মানের পাটের বাজারদর সরকার-নির্ধারিত দামের চাইতে বেশি। অথচ, চটের বস্তার দাম বেঁধে দিয়েছে কেন্দ্র।
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকারই চটের বস্তার প্রধান ক্রেতা। চলতি মরশুমে ৩১৫ টাকা বেড়ে কুইন্টাল পিছু সহায়ক মূল্য হয়েছে ৫৬৫০/- টাকা। সবথেকে উন্নত জাতের পাটের দাম ৮ হাজার ২০০ টাকা প্রতি কুইন্টাল। মুর্শিদাবাদ জেলায় জেসিআই-এর ১২ টি ও সহযোগী পাঁচটি বিক্রয় কেন্দ্র মিলিয়ে মোট ১৭ টি বিক্রয় কেন্দ্রে পাট কেনার প্রস্তুতি শুরু হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবছর মুর্শিদাবাদ জেলায় দেড় লক্ষ কুইন্টাল পাট কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতীয় পাট নিগম। পাটের দাম বাড়ায় খুশি কৃষক থেকে ব্যাবসায়ীরা সকলেই। দেশ-বিদেশে পাটজাত সামগ্রীর কদরও বেড়েছে। ফলে এবছর সোনালী ফসলের দাম বৃদ্ধিতে আর্থিক লাভের মুখ দেখছেন চাষিরা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাট চাষিদের মুখে চওড়া হাসি, বাড়ল 'এত' টাকা সহায়ক মূল্য! জানুন জেলায় পাট বিক্রির মেগা আপডেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement