Howrah Accident: সদ্য মাধ্যমিক পাশ করেছে ২জন! কে জানত ভাগ্যে রয়েছে এই অভিশাপ? রাস্তায় যা ঘটল তাদের সঙ্গে...
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাওড়ার বাগনান থানা এলাকার খালনা রোডের ধারে তিনজনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম বিকাশ ঘোষ (৩০) রিতেশ ঘোষ (১৬) রাকেশ মন্ডল (১৬), উল্লেখ্য মৃতদের রিতেশ ও রাকেশ সদ্য মাধ্যমিক পাশ করেছে<br>
হাওড়া: মর্মান্তিক ঘটনা হাওড়ার বাগনানে৷ গভীর রাতে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে তিন জনের মৃত্যু! সকালে একসঙ্গে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। সোমবার সকালে হাওড়ার বাগনান থানা এলাকার খালনা রোডের ধারে তিনজনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম বিকাশ ঘোষ (৩০) রিতেশ ঘোষ (১৬) রাকেশ মণ্ডল (১৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে স্থানীয়রা যাতায়াতের সময়। রাস্তার ধারে তিনটি দেহ পড়ে থাকতে দেখে। তার পাশেই চোট আঘাত যুক্ত মোটরসাইকেল পড়ে রয়েছে। এমন দৃশ্য দেখে, স্থানীয় বাসিন্দারা পুলিশের খবর দেয়। ঘটনাস্থলে বাগনান থানার পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
জানা গিয়েছে ওই তিনজন জয়পুর থানা এলাকার তেলিবেড়িয়া গ্রামে একটি কালীপুজোর অনুষ্ঠানে গিয়েছিল আত্মীয়ের বাড়ি। সেখান থেকেই ফেরার পথে মর্মান্তিক পরিণতি। পুলিশের প্রাথমিক অনুমান অনুষ্ঠান শেষে রাত্রে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি একটি গাছে ধাক্কা মারে। বাইকটির গতি বেশি থাকায় আঘাত লাগে মোটরবাইকে থাকা তিনজন বাইক আরোহিত।
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান দ্রুত গতিতে মোটর বাইক চলায় এই মর্মান্তিক ঘটনা। উল্লেখ্য মৃতদের রিতেশ ও রাকেশ সদ্য মাধ্যমিক পাশ করেছে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 05, 2025 3:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Accident: সদ্য মাধ্যমিক পাশ করেছে ২জন! কে জানত ভাগ্যে রয়েছে এই অভিশাপ? রাস্তায় যা ঘটল তাদের সঙ্গে...