Joynagarer Moa: অ্যাপ ডাউনলোড করে অর্ডার দিন! ঘরে বসেই পাবেন 'আসল' জয়নগরের মোয়া
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Joynagarer Moa: এতদিন ভোজনরসিক মানুষদের শীতের মরশুমে আসল সুস্বাদু মোয়ার জন্য আসতে হত জয়নগরে। এবার অনলাইনেই মিলছে, জয়নগরের মোয়া।
দক্ষিণ ২৪পরগনা, জয়নগর, সুমন সাহা: শুধু জামা কাপড়, প্রসাধন সামগ্রী, ইলেকট্রনিক্স পণ্য-সহ দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের পাশাপাশি এবার অনলাইনে মিলবে জয়নগরের মোয়া। প্লে-স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে অর্ডার দিলেই আটচল্লিশ ঘণ্টার মধ্যে বাড়িতে পৌঁছবে জয়নগরের মোয়া।
অনলাইনের মাধ্যমে জয়নগরের মোয়া এ বার জেলা, রাজ্য, দেশ পেরিয়ে পৌঁছবে বিদেশের মাটিতে। এতদিন ভোজনরসিক মানুষদের শীতের মরশুমে আসল সুস্বাদু মোয়ার জন্য আসতে হত জয়নগরে। এ বার বাড়িতে বসেই অনলাইনে বুক করলে ৪৮ ঘণ্টার মধ্যে মিলবে জয়নগরের মোয়া, দাবি বিশিষ্ট মোয়া ব্যবসায়ী রাজেশ দাসের। তিনি জানান, www.joynagar.com অথবা প্লে স্টোরে গিয়ে জয়নগরের মোয়া অ্যাপস ডাউনলোড করে অর্ডার দিলেই ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের যে কোন প্রান্তে পৌঁছে যাবে তাদের তৈরি মোয়া।
advertisement
আরও পড়ুন: এসআইআর-এর শুনানি পর্ব শুরু ২৭ ডিসেম্বর, প্রথমেই কাদের ডাকা হবে? ১০ লক্ষ নোটিস পাঠাল কমিশন
যে মোয়ার গুণগত মান এবং স্বাদের কোনও পরিবর্তন হবে না। অনলাইনে এভাবে মোয়া, রাজ্য তথা সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাকে সাধুবাদ জানান এলাকার মানুষ, তাঁরা জানান, এই অভিনব পদ্ধতিতে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ বাড়িতে বসে জয়নগরের মোয়ার গুণগত মান এবং স্বাদ পাবেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ডিম লাগবে না একটাও, প্রেসার কুকারেই নিমেষে তৈরি হবে নলেন গুড়ের লোভনীয় কেক, রইল রেসিপি
এলাকাবাসী জানান, ‘আমরা দেখেছি অনলাইনে সমস্ত কিছু যা নিত্য প্রয়োজনীয় থেকে সব ধরনের সব রকমের খাবার জামাকাপড় পাওয়া যায়। এ বার থেকে জয়নগরের মোয়া অনলাইনে পাওয়া যাবে শুনে খুব ভাল লাগছে। এটা আরও বেশ কিছুদিন আগে হলে হয়তো জয়নগরের মোয়ার নাম আরও অনেকটাই উজ্জ্বল হত। তবে এই পরিষেবা চালু হওয়াতে আমরা জয়নগরের নাগরিক হিসেবে নিজেদেরকে গর্ব অনুভব করছি। এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 22, 2025 7:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Joynagarer Moa: অ্যাপ ডাউনলোড করে অর্ডার দিন! ঘরে বসেই পাবেন 'আসল' জয়নগরের মোয়া







