Paschim Medinipur News: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বিরাট সুযোগ! ভাল অঙ্কের বেতনে চাকরি! কী ভাবে পেতে পারেন
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Paschim Medinipur News: মোটা অঙ্কের বেতনে দু'জন কর্মী নিয়োগ করা হবে মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথোরিটির জন্য। বিস্তারিত জেনে নিন।
পশ্চিম মেদিনীপুর: আবারও সরকারী কর্মীদের জন্য কাজের বিজ্ঞপ্তি। ওয়াক অন ইন্টারভিউ-এর মধ্যে দিয়ে দু’জন কর্মী নিয়োগ করতে চলেছে মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সার্ভেয়ার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার এই দু’টি বিশেষ পদে অস্থায়ী ভিত্তিতে দু’জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী নিয়োগ করতে চলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোটা অঙ্কের বেতনে দু’জন কর্মী নিয়োগ করা হবে মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথোরিটির জন্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ জুন ওয়াক ইন ইন্টারভিউয়েপ মধ্য দিয়ে দু’জন নিয়োগ করা হবে। জানা গিয়েছে, একটি মাত্র সার্ভেয়ার পদে নিয়োগের জন্য অবসরপ্রাপ্ত কর্মী নিয়োগ করা হবে। যার এই সার্ভেয়ার পদে কাজের ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু তাই নয়, বয়সসীমা হতে হবে ৬৪ বছরের মধ্যে। বেতন ২০০০০ টাকা। সম্পূর্ন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে একজন কর্মী।
advertisement
অন্য দিকে, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। বেতন প্রতিমাসে ১২০০০ টাকা। আবেদনকারীকে অ্যাকাউন্টেন্ট বিভাগে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই দু’জন কর্মী নিয়োগ করবে মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটি।
advertisement
৪ জুন এমকেডিএ অফিসে ভোটার কার্ড, আধার কার্ড, ফিটনেস সার্টিফিকেট সহ একাধিক নথি নিয়ে ইন্টারভিউতে যোগ দিতে হবে। ইন্টারভিউ এর মধ্য দিয়ে নিয়োগ করা হবে দুজনকে। বিশদে জানতে জেলা প্রশাসনের মূল বিজ্ঞপ্তি দেখতে পারেন।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2025 5:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বিরাট সুযোগ! ভাল অঙ্কের বেতনে চাকরি! কী ভাবে পেতে পারেন