রাজ্যে ফের গ্রেফতার জেএমবি জঙ্গি, মিলল আইএস যোগ

Last Updated:

জেএমবি-র অন্যতম শীর্ষ মাথা সালাউদ্দিনের ঘনিষ্ঠ ছিল নাজিবুল্লা৷ বীরভূম মডিউলের দায়িত্বে ছিল সে৷

#কলকাতা: রাজ্যে ফের গ্রেফতার জেএমবি জঙ্গি৷ ধৃত জঙ্গির নাম শেখ নাজিবুল্লা৷ বীরভূমের পাইকর থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ৷ ধৃতের আইএস যোগেরও প্রমাণ মিলেছে৷ এ দিনই তাকে ব্যাঙ্কশাল আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কলকাতা পুলিশ৷ আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
এসটিএফ সূত্রে খবর, ধৃত নাজিবুল্লা পাইকরে একটি প্রেস চালাত৷ কিন্তু তার আড়ালেই জঙ্গি কার্যকলাপ চালাত সে৷ ২০১৮ সালে দলাই লামার সফরের আগে বৌদ্ধ গয়ায় হওয়া আইডি বিস্ফোরণের ঘটনাতেও নাজিবুল্লা অন্যতম চক্রী ছিল৷ আবার খাগড়াগড় কাণ্ডে অভিযুক্তদের সঙ্গেও তার যোগাযোগ ছিল৷ খাগড়াগড় কাণ্ডের পর ধরপাকড় শুরু হওয়ায় বাংলাদেশে গা ঢাকা দিয়েছিল নাজিবুল্লা৷ পরে পরিস্থিতি বুঝে ফিরে আসে সে৷ এর পরই পাইকরে প্রেস খোলে নাজিবুল্লা৷
advertisement
জেএমবি-র অন্যতম শীর্ষ মাথা সালাউদ্দিনের ঘনিষ্ঠ ছিল নাজিবুল্লা৷ বীরভূম মডিউলের দায়িত্বে ছিল সে৷ ধৃতের বাড়ি থেকে বেশ কিছু চরমপন্থী ভাবধারার বই, জেহাদি প্রচারের লিফলেট পেয়েছে এসটিএফ৷ বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের মোবাইল ফোনও৷ ফেসবুকেও সাকিব আলি নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল নাজিবুল্লা৷ মূলত জেহাদি ভাবধারায় আকৃষ্ট করে তরুণদের মগজ ধোলাই করাই ছিল তার লক্ষ্য৷ দু' দিন ধরে পাইকরে ঘাঁটি গেড়ে থেকে শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে নাজিবুল্লাকে জালে তোলেন এসটিএফ-এর অফিসাররা৷
advertisement
advertisement
এ দিন আদালতে সরকারি আইনজীবী দাবি করেন, ধৃতের বাড়িতে হানা দিয়ে ভারত এবং পাকিস্তানকে মিলিয়ে তৈরি একটি ম্যাপ মিলেছে৷ ভারত এবং বাংলাদেশকে নিয়েও একই ধরনের ম্যাপ পাওয়া গিয়েছে
২০১৬ সালে আইএস জঙ্গি মুসাকে গ্রেফতার করেছিল সিআইডি৷ তার পর ফের রাজ্যে দ্বিতীয় কোনও জঙ্গিকে গ্রেফতার করা হল যার সঙ্গে আইএস যোগ রয়েছে৷ ধৃত নাডিবুল্লাকে এনআইএ-ও খুঁজছিল৷ ইতিমধ্যেই এনআইএ-এর তরফে এসটিএফ-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷
advertisement
Sukanta Mukherjee
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজ্যে ফের গ্রেফতার জেএমবি জঙ্গি, মিলল আইএস যোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement