• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • শালবনিতে আজ জিন্দালদের সিমেন্ট কারখানার উদ্বোধন, প্রায় ২০০০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা

শালবনিতে আজ জিন্দালদের সিমেন্ট কারখানার উদ্বোধন, প্রায় ২০০০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা

Picture for representation

Picture for representation

শালবনিতে আজ জিন্দালদের সিমেন্ট কারখানার উদ্বোধন, ৮০০ জনের কর্মসংস্থান

 • Share this:

   #শালবনি: আজ শালবনিতে জিন্দালদের সিমেন্ট কারখানার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কারখানা থেকে বছরে ২৪ লক্ষ টন সিমেন্ট উৎপাদন হওয়ার কথা। সিমেন্ট কারখানার জন্য প্রথম পর্যায়ে আটশো কোটি টাকা বিনিয়োগ করেছে জিন্দাল গোষ্ঠী। পরে আরও তিনশো কোটি টাকা বিনিয়োগ করা হবে। প্রায় ২০০০ জনের  কর্মসংস্থান হতে পারে এই কারখানায়।

  আগামী তিন বছরে রাজ্যে শিল্পায়নে আরও চারশো কোটি টাকা বিনিয়োগ করার সম্ভাবনা জিন্দাল গোষ্ঠীর। শিল্পের জন্য বাম আমলে শালবনিতে ৪,৩৩৪ একর জমি নেয় জিন্দল গোষ্ঠী। ২০১৬ সালের ৬ই জানুয়ারি শালবনীতে জিন্দলদের প্রস্তাবিত সিমেন্ট কারখানার শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে ঠিক ছিল এখানে ইস্পাত কারখানা হবে। পরে কয়লার সমস্যায় তা স্থগিত হয়ে যায়। সিমেন্ট শিল্পের হাত ধরে ব্যবসা শুরুর উদ্যোগ নেন জিন্দালরা। আজ তারই পথচলা শুরু।

  First published: