Jhulan Festival 2024: হারিয়ে ‌যেতে বসা মানব-ঝুলনে মেতেছে বহরমপুর! রঙিন হয়ে উঠেছে শহর, নানা বেশে সাজ মানুষেরই

Last Updated:

Jhulan Festival 2024: প্রতি বছরের মতো এবছর ও থিমের মাধ্যমে সাজানো হয় ঝুলন। এবছর রানার, জন্মাষ্ঠমী, পাঞ্জাবের অমৃত সরের স্বর্ণ মন্দির-সহ মোট ৭টি থিমে ঝুলন যাত্রার আয়োজন করা হয়।

+
বহরমপুরে

বহরমপুরে ঝুলন যাত্রার আয়োজন 

মুর্শিদাবাদ: বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে ঝুলন একটি উৎসব। শুধুমাত্র রাধাকৃষ্ণের যুগলবিগ্রহ দোলনায় স্থাপন করে হরেক আচার অনুষ্ঠান উৎসব নয়, এর সঙ্গে জড়িত রয়েছে সামাজিক এবং সাংস্কৃতিক তাৎপর্য। তবে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ছোটদের ঝুলন সাজানোর আকর্ষণ হারিয়ে যায়নি। মুর্শিদাবাদের বহরমপুরের গির্জাপাড়ার খাগড়া এলাকায় তরুণ সাথীর উদ্যোগে প্রতি বছর ঝুলন যাত্রার আয়োজন করা হয়। এবছর ৪৩ বর্ষে পদার্পন করল ঝুলন যাত্রা। ছোট থেকে বড় সকলের এই ঝুলন যাত্রায় ভিড় জমিয়েছে।
রাধা কৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব। ভারতের এই উৎসবে দেশবিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। মূলত ঝুলনযাত্রা হল রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম এবং আবেগের উৎসব। বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে ঝুলন একটি গুরুত্বপূর্ণ উৎসব। কথিত আছে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে বৃন্দাবন ধামে এই উৎসবের সূচনা হয়েছিল।
advertisement
advertisement
বর্তমানে বৃন্দাবন ছাড়াও দেশবিদেশের বহু স্থানে এই উৎসব পালন করা হয়। মথুরা বৃন্দাবনের মতোই বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন। আজও অমলিন নানা ধরনের মাটির পুতুল কাঠের দোলনা আরগাছপালা দিয়ে ঝুলন সাজানোর আকর্ষণ রয়েছে। তবে মুর্শিদাবাদের বহরমপুরের গির্জাপাড়ার খাগড়া এলাকায় তরুণ সাথীর উদ্যোগে প্রতি বছর ঝুলন যাত্রার আয়োজন করা হয়। এবছর ৪৩ তম বর্ষে পদার্পন করল বালন যাত্রা।
advertisement
প্রতি বছরের মতো এবছর ও থিমের মাধ্যমে সাজানো হয় ঝুলন। এবছর রানার, জন্মাষ্ঠমী, পাঞ্জাবের অমৃত সরের স্বর্ণ মন্দির-সহ মোট ৭টি থিমে ঝুলন যাত্রার আয়োজন করা হয়। ছোট থেকে বড় সকলেই এই ঝুলন যাত্রা দেখতে ভিড় জমিয়েছে। ছোটদের উৎসাহিত করার জন্য বিশেষ আকর্ষণ ভূতের শো-এর আয়োজন করা। যা দেখে রীতিমতো আনন্দিত খুদেরা।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhulan Festival 2024: হারিয়ে ‌যেতে বসা মানব-ঝুলনে মেতেছে বহরমপুর! রঙিন হয়ে উঠেছে শহর, নানা বেশে সাজ মানুষেরই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement