Gangasagar Mela 2022: বাহারি রিকশতেই থাকা-খাওয়া, আরোহীর আসনে স্ত্রীকে বসিয়ে মহাদেবের যান চলল গঙ্গাসাগর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Gangasagar Mela 2022: ঝাড়খণ্ডের গিরিডির (Giridih of Jharkhand) বাসিন্দা এই দম্পতি গত ৫ অক্টোবর বাড়ি থেকে বেরিয়েছেন। গন্তব্য আপাতত সাগরমেলা।
ডায়মন্ড হারবার : একটি সাইকেল রিকশ। পরিপাটি করে সাজানো সেই ত্রিচক্র যানটি। দু’জন মানুষের থাকা এবং খাওয়ার ব্যবস্থাও আছে ওই রিকশয়। রিকশচালক মহাদেব ঠাকুরের বয়স মধ্য পঞ্চাশের কোঠায় । আর যাত্রীর আসনে বসে আছেন মহাদেবের স্ত্রী, মধ্য চল্লিশের গাঙিয়াদেবী।
ঝাড়খণ্ডের গিরিডির (Giridih of Jharkhand) বাসিন্দা এই দম্পতি গত ৫ অক্টোবর বাড়ি থেকে বেরিয়েছেন। গন্তব্য আপাতত সাগরমেলা। মেলায় পৌঁছতে লাগবে এখনও দিন দু’য়েক। ডায়মন্ড হারবার থেকে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছে মহাদেবের রিকশ। তবে শুধু গঙ্গাসাগর (Gangasagar Mela) নয়, মহাদেবের এই রিকশ ঘুরবে পাঁচ ধামে।
আরও পড়ুন: স্বামী বিবেকানন্দের জন্মদিনে দুঃস্থ পরিবারদের মাঝে খাবার ও কম্বল বিতরণ
কিন্তু কেন এই ত্রিচক্রযানের সফর? বছর কয়েক আগে রিকশয় করে বাবা-মাকে নিয়ে পাঁচ ধাম ঘুরেছিলেন মহাদেব। তখন তাঁদের ইচ্ছা ছিল তাঁদের মৃত্যুর পর মহাদেব যেন আবারও রিকশতেই সওয়ার হয়ে তীর্থযাত্রা করে। সঙ্গী থাকবেন স্ত্রী। তাঁদের দেওয়া সেই কথামতোই এই যাত্রা।
advertisement
advertisement

আরও পড়ুন: বন্ধ মাইক, নেই পুণ্যার্থী সমাগম! দুর্যোগের আশঙ্কায় সিঁটিয়ে গঙ্গাসাগর! মকর সংক্রান্তিতে কী পূর্বাভাস?
মহাদেব আদতে একজন টেম্পোচালক। টেম্পোয় পণ্যপরিবহণ করেন তিনি। কিন্তু শখ করে কলকাতা থেকে রিকশ কিনে দিয়েছেন মহাদেবের ছেলে। ছেলে এ রাজ্যের পূর্ব বর্ধমানে থাকেন। মহাদেবের বাহন এখন গঙ্গাসাগর মেলার তীর্থমুখী ।
advertisement
( প্রতিবেদন-অর্পণ মণ্ডল)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 12, 2022 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gangasagar Mela 2022: বাহারি রিকশতেই থাকা-খাওয়া, আরোহীর আসনে স্ত্রীকে বসিয়ে মহাদেবের যান চলল গঙ্গাসাগর