Jhargram News: ছিপছিপে চেহারা, বিউটি পার্লার চালিয়ে অসহায় শতাধিক ছেলের দায়িত্ব সামলাচ্ছেন যুবক

Last Updated:

পার্লার চালিয়ে সেই অর্থে ছোট ছোট অসহায় ছেলে-মেয়েদের দায়িত্ব তুলে নিয়ে আজ গোটা রাজ্যের কাছে পরিচিত ছোটু দা, চিনে নিন তাকে।

+
টিউশন

টিউশন পড়াচ্ছে ছোটুদা

ঝাড়গ্রাম : পশ্চিমবঙ্গের জঙ্গলমহল ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম শহর থেকে বেশ অনেকটাই দূরে প্রত্যন্ত গ্রাম শিলদা। এই গ্রামেই থাকে স্নেহাশীষ দুর্লভ। তবে তাকে স্নেহাশীষ নামে যতজন চেনেন তার থেকে বেশি জন চেনেন ছোটু দা নামে। তিনি পেশাগতভাবে একজন বিউটিশিয়ান। তবে সেই ২০০৯ সাল থেকে তিনি এক এক করে প্রান্তিক এলাকায় অসহায় ছেলেমেয়েদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। শুরু হয়েছিল ২৬ জনকে দিয়ে, এখন ছোটুদার কাছে কোলে পিঠে মানুষ হচ্ছে শতাধিক। গঠন-পাঠনের দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। স্নেহাশীষ থেকে ছোটু দা হয়ে ওঠার কাহিনীটা বেশ করুণ। কখনও কটুক্তি আবার কখনও আশীর্বাদ, সব নিয়ে তার পথচলা।
ঝাড়গ্রাম জেলার শিলদা এলাকার বছর ৩৫ এর স্নেহাশিষ দুর্লভ। স্নাতক পাস করার পর ২০০৯ সালে তিনি করেন বিউটিশিয়ান কোর্স। বাড়িতে এসে তিনি ছোট্ট পার্লার করার পর ধীরে ধীরে তার পার্লারের পরিচিতি বাড়ে। কারণ তখন ওই এলাকায় তেমন কোনও বিউটি পার্লার ছিল না। তবে গ্রামীণ এলাকায় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের সরকারি বিদ্যালয়ের পর তেমন কোনও পড়াশোনার ব্যবস্থা ছিল না। মানুষের মত মানুষ হওয়া তো দূরের কথা, মাওবাদী সময়কালে পড়াশোনার তেমন ধার কাছেযেত না ছাত্র-ছাত্রীরা। তখন থেকেই তার মনে ছিল অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, তাদের ছেলেমেয়েদের জন্য কিছু করা। করোনার আগে ২০১৯ সালে ২৬ জন ছেলে-মেয়ের বিনা পয়সায় কোচিং শুরু করেন তিনি।
advertisement
advertisement
শুধু পড়াশোনা নয় তাদেরকে খাতা, কলম, ব্যাগ ও দিয়েছেন তিনি। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে ছোট ছোট ছেলে মেয়েদের সংখ্যা। করোনা মহামারীতে তার ব্যবসা বন্ধ হয়ে গেলেও তিনি বন্ধ করে দেননি অসহায় ছেলেমেয়েদের পড়াশোনাএবং তাদের পাশে থাকার কাজ। সব চাপ সামলেও তিনিতাদের পাশে দাঁড়িয়েছেন। বর্তমানে তিনি পরিচিত ছোটু দা নামে। করানোর সময় সেই সংখ্যা দাঁড়ায় ২৬ থেকে ২৬০ এ। এরপর ছাত্র-ছাত্রীদের শুধু পড়াশোনা নয় তাদের খেলাধুলা আবৃত্তি চর্চা, অঙ্কন, নাচ-গান শেখানোর ব্যবস্থা করেছেন তিনি। বিউটি পার্লার চালিয়েই করেন তিনি এই সকল কাজ।
advertisement
ছাত্র-ছাত্রীদের কথা ভেবে ঠাকুমার দেওয়া একটি গয়নাও বিক্রি করে দিতে হয়েছে। মনে কষ্ট চেপে রেখে প্রান্তিক এলাকায় অসহায় ছাত্রছাত্রীদের কথা ভেবে তিনি হাসিমুখেই মেনে নিয়েছেন কষ্ট। ভবিষ্যতে তার ইচ্ছে অসহায় ছেলেমেয়েদের জন্য একটি বিদ্যালয় তৈরি করা। কখনও এসেছে কটুক্তি কখনও ভালোবাসা, ছাত্র-ছাত্রীদের উন্নতি এবং তাদের হাসি মুখ ভরসা ছোটু দার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
জঙ্গলমহলের প্রান্তিক গ্রামীণ এলাকার অসহায় পরিবারের মসিহা এই ছিপছিপে চেহারার ছোটুদা।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ছিপছিপে চেহারা, বিউটি পার্লার চালিয়ে অসহায় শতাধিক ছেলের দায়িত্ব সামলাচ্ছেন যুবক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement