Traditional Durga Puja: বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজো, দেবীপক্ষের আগেই বোধন! জড়িয়ে রয়েছে মল্লদেব রাজ পরিবারের কাহিনী

Last Updated:

৪০০ বছরের বেশি সময় ধরে চলে আসছে এই প্রথা। ঝাড়গ্রামের এক মাত্র পটের পুজো এটিই। মন্দিরের লাল মেঝে, দেওয়ালের শিল্পকলা, পুরোনো দিনের ঝাড়বাতি, পটচিত্র, এখনও সেই পুরোনো ঐতিহ্য ধরে রেখেছে। 

+
সাবিত্রী

সাবিত্রী মন্দির 

ঝাড়গ্রাম, তন্ময় নন্দী: দেবীপক্ষের আগেই দুর্গার বোধন, এই মন্দিরে মূর্তিপুজো একেবারে নিষিদ্ধ, বরং পটেই হয় পুজো। ৪০০ বছরের বেশি সময় ধরে চলে আসছে এই প্রথা। ঝাড়গ্রামের এক মাত্র পটের পুজো এটিই। মন্দিরের লাল মেঝে, দেওয়ালের শিল্পকলা, পুরনো দিনের ঝাড়বাতি, পটচিত্র, এখনও সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। ঝাড়গ্রামের রাজার পুজোয় থাকে না কোনও মাতৃপ্রতিমা। তখন ১৫৯২ খ্রিস্টাব্দ, এই মন্দিরের জায়গায় ছিল ঘন জঙ্গল। সর্বেশ্বর সিং চৌহান নামে এক রাজা এই মন্দির স্থাপন করেছিলেন।
বর্তমান সময়ে এই পুজোকে ঘিরে সেই জৌলুস আর নেই বললেই চলে, তবে ঝাড়গ্রামের মল্লদেব রাজ পরিবারের দেবী পুজোর নির্ঘন্টের পরিবর্তন হয়নি। মহালয়ার কয়েক দিন আগে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে মঙ্গলঘট স্থাপন করে দেবীর আমন্ত্রণ ও অধিবাস শুরু হয়ে যায় পিতৃপক্ষে। পুরনো আমলে রাজার গড় ঝাড়গ্রাম হল এখনকার অরণ্য শহরের পুরনো ঝাড়গ্রাম এলাকা। এখানেই রয়েছে রাজ বংশের কুলদেবী সাবিত্রীর মন্দির।
advertisement
advertisement
ঝাড়গ্রামের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম সাবিত্রী মন্দিরের পুজো। এই পুজো নিয়ে অনেক লোককথা আছে। সময়ের প্রলেপে ইদানীং দুর্গাপুজোর অধুনিকীকরণ হলেও, ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরের পুজো আজও থমকে রয়েছে অতীতে। ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরের পুজোয় মাতৃমূর্তি নয়, পটের পুজো হয়ে আসছে। ঝাড়গ্রামে পটের পুজো এই একটিই। এখানে ষষ্ঠী থেকে পুজো শুরু হয় না। মূর্তিপুজো পুরোপুরি নিষিদ্ধ সেখানে। বরং পটের পুজোই হয়ে আসছে যুগ যুগ ধরে। সাবিত্রী মন্দিরের পুজো শত্রু নিধনেরও প্রতীকী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজো শুরু হয় ছিতা অষ্টমী থেকে যা দুর্গাপুজোর ১৫ দিন আগে থেকে শুরু হয়। মহালয়ায় চণ্ডীপাঠ, পুজোর বাকি দিনগুলিতে অন্ন ভোগ, দশমীতে পাঁঠা বলি দেওয়া হয়। রাজ পরিবারের পুজো, তাই পুজো শেষ হয় পাটাবিদা অর্থাৎ প্রতীকী শত্রু নিধনের মাধ্যমে। অস্ত্রপুজোর মধ্য দিয়ে পুজোর সমাপ্তি ঘটে। প্রতিবছর এই পুজোয় দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা মায়ের আশীর্বাদ নিতে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Traditional Durga Puja: বাংলার ঐতিহ্যবাহী দুর্গাপুজো, দেবীপক্ষের আগেই বোধন! জড়িয়ে রয়েছে মল্লদেব রাজ পরিবারের কাহিনী
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement