Jhargram News: আম, কাঁঠালের লোভে গ্রামের বাড়িতে হানা দাঁতাল দামাল 'রামলাল'-এর

Last Updated:

সকাল-সকাল 'মর্নিং ওয়াক'-এ বেরিয়ে গৃহস্তের বাড়িতে আম পেড়ে খেল রামলাল। প্রতিনিয়ত রামলালের দৌরাত্ম্য সহ্য করতে হয় এলাকার মানুষকে

+
রামলালের

রামলালের বাড়িতে হানার ছবি 

ঝাড়গ্রাম: আম কাঁঠালের গন্ধ কার না ভাল লাগে! ভাল লাগে রামলালেরও! তাইতো সকাল-সকাল ‘মর্নিং ওয়াক’-এ বেরিয়ে গৃহস্তের বাড়িতে আম পেড়ে খেল রামলাল। প্রতিনিয়ত রামলালের দৌরাত্ম্য সহ্য করতে হয় এলাকার মানুষকে। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না। পেনিয়াভাঙ্গায় গ্রামের  বাড়িতে ঢুকে খাবারের সন্ধান রামলালের।
সপ্তাহখানেক আগে গ্রীষ্মের ছুটি শেষ হয়েছে স্কুলে। সেই খবর পেতেই রামলাল হাজির হয় ঝাড়গ্রামের গড় শালবনীর বিকাশ ভারতী বিদ্যালয়ে। সেদিন মোটেও সে পড়াশোনার জন্য যায়নি! গিয়েছিল আমের লোভে। ঘটনার দু’দিন পরেই রাতের অন্ধকারে গাছ থেকে কাঁঠাল চুরি করে নিয়ে পালায় রামলাল। ঘটনা ঘিরে হুলুস্থুল কাণ্ড বেঁধেছিল জিতুশোল ও গড় শালবনীতে।
advertisement
রামলালের কাণ্ড কারখানায় অবাক জঙ্গলমহলবাসী। কখনও স্কুলের আম বাগানে আবার কখনও রাস্তায় চালের গাড়ি থামিয়ে রীতিমত তাণ্ডব জঙ্গলমহলের অতি পরিচিত দাঁতাল হাতি রামলালের। সেদিনও প্রায় ঘণ্টাখানেক ঝাড়গ্রামের গড় শালবনীতে গাড়ি আটকে দাঁড়িয়ে থাকে সে। তার এই কাণ্ডকারখানা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন জঙ্গলমহলবাসী।
advertisement
ঝাড়গ্রাম জেলায় কাঁপিয়ে বেড়াচ্ছে দাঁতাল হাতির দল। নিত্যদিন ভাঙ্গছে ঘরবাড়ি। জঙ্গল লাগোয়া গ্রামগুলির মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আম, কাঁঠালের টানেই একশোর কাছাকাছি হাতি রয়ে গিয়েছে ঝাড়গ্রাম বনবিভাগের অধীনস্থ বিভিন্ন জঙ্গলে। টানা এক মাস ধরে তাণ্ডব চালাচ্ছে দলমা দলের হাতি। তাদের এলাকা ছাড়া করতে ব্যর্থ হচ্ছে বন দফতর। ফলে বন দফতরের প্রতি ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের।
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই মুহুর্তে লোধাশুলি রেঞ্জ এলাকায় ৪৯ টি হাতি রয়েছে। ঝাড়গ্রাম বন বিভাগে মোট ৮৭ টি হাতি বিক্ষিপ্ত ভাবে ঘোরাঘুরি করছে। তার উপরে দোসর হয়েছে ১০ থেকে ১২  স্থায়ী হাতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক মাসের বেশি সময় ধরে হাতির দল ঝাড়গ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গায় থাকলেও তাদের অন্যত্রে ড্রাইভ করাতে পারছে না বনদফতর। বন দফতর মন করছে, মূলত আম,কাঁঠালের লোভেই হাতির দল এলাকা ছেড়ে যাচ্ছে না।
advertisement
তন্ময় নন্দী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: আম, কাঁঠালের লোভে গ্রামের বাড়িতে হানা দাঁতাল দামাল 'রামলাল'-এর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement