Jhargram News: এক মিনিটে সব শেষ! সব্জি ক্ষেতে যেতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, শোকের ছায়া গোটা গ্রামে

Last Updated:

Jhargram News: সবজি ক্ষেতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে জামবনী থানার খড়্গপুর গ্রামে৷ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম সুভাষ পাত্র (৫২)। মুড়াকাটি খড়্গপুর গ্রামে। 

ফাইল ছবি
ফাইল ছবি
ঝাড়গ্রাম: সব্জি ক্ষেতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে জামবনী থানার খড়্গপুর গ্রামে৷ পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সুভাষ পাত্র (৫২)। মুড়াকাটি খড়্গপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ জমিনের দিকে যাওয়ার সময় সব্জি ক্ষেতে জিআই তারে দিয়ে বেড়া দেওয়াছিল। সেই জি আই তারে পা লাগার পরেই পড়ে গিয়ে গিয়ে মৃত্যু হয়। অভিযোগ ওই জিআই তারে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। তাই সেই তারে পা লাগার পরেই বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। পরে স্থানীয় মানুষজনেরা দেখেন সব্জি ক্ষেতের তারের বেড়াতে পা লাগা অবস্থায় মৃত্যু হয়েছে তার। এরপর জামবনী থানার পুলিশ খবর দেন বাসিন্দারা। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
জানা গিয়েছে, হাতির তান্ডব থেকে সব্জি ক্ষেতে বাঁচানোর জন্য বিদ্যুতের বেড়া দেন কৃষকরা। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন জামবনী থানার পুলিশ।উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকের কৃষকরা জমির ফসল বাঁচানোর জন্য জমিতে বিদ্যুৎ দিয়ে ঘিরে রাখেন। আর সেই কারণে বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে একাধিকবার জঙ্গলমহলে হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। এমনকী জমিতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। তাই ওই ব্যক্তি বিদ্যুৎ পৃষ্ট হয়ে নাকি অন্য কোনও কারনে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে।
advertisement
advertisement
এবিষয়ে বিদ্যুৎ বন্টন সংস্থার ডিভিশন্যাল ম্যানেজার মৌমীত মাঝি বলেন ‘আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখব।’ অন্যদিকে শুক্রবার রাতে গোপীবল্লভপুর দুই ব্লকের আধাঁরিয়া গ্রামের এক যুবকের বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে ,মৃত ব্যক্তির নাম প্রবীর জানা (৩৬)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন রাতে কোনওভাবে বাড়ির দরজাতে বিদ্যুতের লাগে যায়। যার ফলে গোটা দরজাতেই বিদ্যুৎ সংযোগ হয়ে যায়। এদিন রাতে দরজা বন্ধ করতে গেলে হাত দেওয়ার সাথেই বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাকে প্রথমে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
advertisement
রাজু সিং
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: এক মিনিটে সব শেষ! সব্জি ক্ষেতে যেতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, শোকের ছায়া গোটা গ্রামে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement