Jhargram News: ‘ঐরাবতের’ ওপর হামলা ঐরাবতের! হাতির হামলায় ফের আতঙ্কিত ঝাড়গ্রাম

Last Updated:

মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনরকম অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য হাতি তাড়ানোর বিশেষ গাড়ী "ঐরাবত" নিয়ে পাহার দিচ্ছিলেন বনকর্মীরা৷ তখনই ঘটে হাতির হামলা

+
‘ঐরাবতের’

‘ঐরাবতের’ ওপর হামলা ঐরাবতের! হাতির হামলায় ফের আতঙ্কিত ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম:  মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য জঙ্গলের রাস্তায় বনকর্মীরা হাতি তাড়ানোর বিশেষ গাড়ী "ঐরাবত" নিয়ে পাহার দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ করে একটি হাতি রাস্তায় বেরিয়ে এসে বনদফতরের গাড়িটির উপর হামালা চালায়। শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম জেলার মাণিকপাড়া রেঞ্জের কলসীভাঙ্গা এলাকায়।
জানা গিয়েছে এদিন দুপুরে কলসীভাঙ্গার জঙ্গল এলাকায় বনদফতরের হাতি তাড়ানোর বিশেষ গাড়ি ‘ঐরাবত’ নিয়ে পাহারা দিচ্ছিলেন বনকর্মীরা । সেই সময় হঠাৎ করে একটি হাতি গাড়িটিকে তাড়া করে এগিয়ে আসে। বনদফতর সুত্রে জানা গিয়েছে গাড়িটিকে ভাঙ্গার চেষ্টা করে হাতিটি। গাড়িটির সামনের কাঁচটি ভেঙ্গেছে বলে জানা গিয়েছে বনদফতর সুত্রে। এই ঘটনার পর বনদফতরের পক্ষ থেকে এলাকার মানুষজনকে মাইকিং করে সচেতন করা হয়। হাতিটিকে যাতে কোনও ভাবে উত্যক্ত না করা হয় তার জন্য আবেদন করেন বনকর্মীরা।
advertisement
advertisement
এদিকে ভর দুপুরে হাতি রাস্তায় বেরিয়ে এসে আক্রমণ চালানোর পর আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। তারা হাতিটিকে দ্রুত এলাকা থেকে তাড়ানোর দাবি করেন। উল্লেখ্য মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় শিলিগুড়ি এলাকায় হাতির তান্ডবে মৃত্যু হয় এক পরীক্ষার্থীর। সেই ঘটনার পর থেকে জঙ্গলমহলের মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে জঙ্গলের রাস্তা দিয়ে যাতে নিরাপদে যাতায়াত করতে পারে তার জন্য পাহারা দেন বনকর্মীরা। বনদফতর জানিয়েছে ওই এলাকায় একটি হাতি রয়েছে। বনদফতরের কর্মীরা হাতিটিকে মণিটারিং করছেন।
advertisement
রাজু সিং
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ‘ঐরাবতের’ ওপর হামলা ঐরাবতের! হাতির হামলায় ফের আতঙ্কিত ঝাড়গ্রাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement