দিনভর রুটমার্চ, ক্লান্ত হতেই নদীতে শান্তির স্নান...! সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল 'ডন' রামলালের ভিডিও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
সুবর্ণরেখা নদী পাড়ে দুলকি চালে হেঁটে চলে বেড়াচ্ছে নিজের খেয়ালে। সকালে ঘুম ভাঙার পর হাতির প্রাতঃভ্রমণের দৃশ্য দেখে স্তম্ভিত ঝাড়গ্রামবাসী।
ঝাড়গ্রাম: সুবর্ণরেখা নদী পাড়ে দুলকি চালে হেঁটে চলে বেড়াচ্ছে নিজের খেয়ালে। সকালে ঘুম ভাঙার পর হাতির প্রাতঃভ্রমণের দৃশ্য দেখে স্তম্ভিত ঝাড়গ্রামবাসী। সাঁকরাইল থেকে নয়াগ্রাম— জঙ্গলমহলের দাঁতাল হাতি রামলালের দিনভর রুটমার্চ। হাতির লম্বা রুটমার্চে সাধারণ মানুষের কৌতূহল পরিণত হল উৎসবে, শান্ত স্বভাবের দাঁতাল হাতি রামলাল। তার দাপটে সকাল থেকে টানটান উত্তেজনা ছড়ায় ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায়। সুবর্ণরেখা নদী পার করে নয়াগ্রামের একাধিক গ্রামে সারা দিন ঘুরে বেড়ায়। আগাগোড়া ছিল শান্ত। তার আগমনে আতঙ্ক নয়, বরং রামলালের আগমন ঘিরে তৈরি হয় উৎসবের আবহ।
লম্বা সফরের পর নদীতে শান্তির স্নান রামলালের। সকালবেলায় সাঁকরাইল থেকে সুবর্ণরেখা পেরিয়ে নয়াগ্রামে ঢোকে রামলাল। খান্দারপাড়া, দেউলবাড়ের রাস্তায় হেঁটে বেড়াতে দেখা যায় তাকে। মাঝে মাঝে রাস্তার ধারে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে, আবার কখনও গাছের ডাল ছিঁড়ে মুখে দিচ্ছে সে। আশ্চর্যজনকভাবে একেবারেই আক্রমণাত্মক ছিল না সে, বরং তার হাঁটাচলা দেখে গ্রামের মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়ে একধরনের ভালবাসা আর কৌতূহল।
advertisement
advertisement
সকাল হতেই গ্রামে হাজির রামলাল, পিছু নিলেন উৎসাহী মানুষজন। রামলালকে এক ঝলক দেখতে সকাল থেকেই পথে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। মোবাইলে ছবি, ভিডিও তোলা শুরু হয়। কেউ কেউ আবার হাতিকে ডেকে কথা বলার চেষ্টা করেন। কোথাও বাধা সৃষ্টি না করে ধীরে ধীরে এগিয়ে যায় রামলাল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সারাদিনের ক্লান্তি মুছতে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদীর ঘাটে পৌঁছে জলকেলিতে মেতে ওঠে সে। নদীর জলে দীর্ঘক্ষণ স্নান করে যেন নিজের মত করেই দিন শেষ করল রামলাল। বন দফতরের পক্ষ থেকে জানান হয়েছে, হাতিটি এই এলাকায় মাঝে মধ্যেই প্রবেশ করে। আপাতত সে শান্ত থাকায় আতঙ্কের কিছু নেই। মানুষজনকে তার খুব কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে রামলালের গতিবিধি।
advertisement
তন্ময় নন্দী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 25, 2025 2:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিনভর রুটমার্চ, ক্লান্ত হতেই নদীতে শান্তির স্নান...! সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল 'ডন' রামলালের ভিডিও