Jhargram News: এগিয়ে আসছে ধর্ষকের হাত...নিজেকে আড়াল করছেন দেবী! প্রতিবাদের আর এক নাম আরজি কর

Last Updated:

আরজি করের ঘটনার প্রতিবাদে সামিল হলেন ঝাড়গ্রামের এক শিল্পী। কাঠ খোদাই করে এক প্রতিবাদী নারীর মূর্তি তৈরি করেছেন তিনি। যেখানে পুরুষতান্ত্রিক সমাজ একদিকে নারীকে দেবীরূপে পুজো করছে অপরদিকে সেই নারীকেই ভোগ করার লালসা করছে।

+
কাঠ

কাঠ দিয়ে নারী মূর্তি গড়ে আর জি করের প্রতিবাদ শিল্পীর 

ঝাড়গ্রাম : আরজি করের ঘটনার প্রতিবাদের ঝড় দেশ জুড়ে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ছাত্র-ছাত্রী, সমাজসেবী থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানাভাবে প্রতিবাদ জানাচ্ছেন। এরই মাঝে ধরা দিল ব্যাতিক্রমী ছবি। আরজি কর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিজের কাজের মধ্যে দিয়েই প্রতিবাদ জানাচ্ছেন ঝাড়গ্রামের শিল্পী সুবীর বিশ্বাস।
সুবীর বিশ্বাস বলেন, “আমি কাঠ কেটে তা খোদাই করে একটা নারীর মূর্তি তৈরি করেছি। যেখানে আমি তুলে ধরেছি মূর্তির এক দিকে আমরা পুরুষ সমাজ  নারীকে দেবীরূপে পুজো করছি। অন্য দিকে দেখানো হয়েছে সেই নারীকেই আমরা ভোগ্যপণ্য হিসেবে পাওয়ার চেষ্টা করছি। আরজি কর মেডিক্যাল কলেজে একজন চিকিৎসককে যেভাবে মেরে ফেলা হল তারই প্রতিবাদে আমার এই মূর্তি গড়া। আমি একজন শিল্পী আমি রাস্তায় দাঁড়াতে পারব না।  আমি আমার কাজের মধ্য দিয়ে প্রতিবাদ জানাচ্ছি”।
advertisement
advertisement
আরজি করের ঘটনার পরেই তিনি পুরুষতান্ত্রিক সমাজের বিরোধিতা করে কাঠ খোদাই করে তিন দিন ধরে তৈরি করেছেন এক প্রতিবাদীর মূর্তি। যেখানে তিনি ফুটিয়ে তুলেছেন এক নারীকে। যে নারীকে পুরুষসমাজ দেবীর মতো পুজো করছে এবং সেই নারীকেই ভোগ করার বাসনা রাখছে।ঝাড়গ্রাম শহরের ঘোড়ধরার বাসিন্দা সুবীর বিশ্বাস তাঁর কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন এক নারীর মূর্তি।
advertisement
যেখানে নারী এক হাতে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে পুজো করা হচ্ছে। ঠিক তার সঙ্গেই তিনি ফুটিয়ে তুলেছেন নারী তার অপর হাতে  শরীরকে আগলে রেখেছে আর তার শরীরের দিকে এগিয়ে আসছে ধর্ষকদের হাত। আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতেই সুবীর তার শিল্পচর্চার কাজের মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: এগিয়ে আসছে ধর্ষকের হাত...নিজেকে আড়াল করছেন দেবী! প্রতিবাদের আর এক নাম আরজি কর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement