Durga Puja 2025: ৪৫০ বছর ধরে পালিত হয়ে আসছে ঝালদা রাজবাড়ি দুর্গাপুজো, জানেন এর ইতিহাস?

Last Updated:

Durga Puja 2025: আর হাতে মাত্র কয়েকটা দিন। দেবী দুর্গার আরাধোনায় মেতে উঠবে গোটা বঙ্গ। জেলা জুড়ে একাধিক জায়গায় ঐতিহ্যবাহী দুর্গোউৎসব পালিত হয়ে থাকে। তার মধ্যে অন্যতম ঝালদা রাজবাড়ির দুর্গাপুজো।

+
ঝালদা

ঝালদা রাজবাড়ি দুর্গাপুজো

ঝালদা , পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি: আর হাতে মাত্র কয়েকটা দিন। দেবী দুর্গার আরাধোনায় মেতে উঠবে গোটা বঙ্গ। জেলা জুড়ে একাধিক জায়গায় ঐতিহ্যবাহী দুর্গোউৎসব পালিত হয়ে থাকে। তার মধ্যে অন্যতম ঝালদা রাজবাড়ির দুর্গাপুজো। জেলার ঐতিহ্যবাহী পুজো গুলির মধ্যে একটি পুজো এটি। যা বর্তমানে কাঞ্জি মেলার দুর্গাপুজো নামে পরিচিত। প্রায় ৪৫০ বছর পূর্বে এই পুজোর সূচনা হয়েছিল। রাজবাড়িতে ঘট পুজোর রীতি প্রচলিত রয়েছে। কিন্তু মূর্তি পুজো হয় কাঞ্জি মেলাতে। ১৮০৭ সালে রাজা নটবর সিংদেও কাঞ্জি পরিবারের উপর মূর্তি পুজোর দায়িত্ব দেন।
তারপর থেকেই শুরু হয় মূর্তিপুজো। কিন্তু পরবর্তীতে কাঞ্জি পরিবারের বংশধর না থাকায় হরিমতি কাঞ্জি উৎপলেন্দু চ্যাটার্জী ও নির্মলেন্দু চ্যাটার্জীকে এই পুজোর দায়িত্ব দেন। তারপর থেকে চ্যাটার্জি পরিবারই এই দুর্গাপুজো করে আসছে। এ-বছর তাদের পুজো ২১৮ বছরে পদার্পণ করল। প্রতিবছর কাঞ্জিমেলার ঠাকুরদালানেই এই মূর্তি পুজো হয় একইভাবে ঘটপুজো হয় ঝালদা রাজবাড়িতে। এ বিষয়ে চ্যাটার্জি পরিবারের বর্তমান উত্তরসূরী বিশ্বজিৎ চ্যাটার্জী বলেন , এটাই ঝালদার প্রথম দুর্গাপুজো।
advertisement
advertisement
বংশ পরম্পরায় তারা বর্তমানে এই পুজো করে আসছেন। রাজবাড়ির নিয়ম অনুসারী এই পুজো হয়। বহু মানুষের সমাগম হয় পুজোর সময়তে। এ বিষয়ে ঝালদা রাজ পরিবারের গৃহবধূ গায়ত্রী সিংহদেও বলেন, ঘট পুজো ও মূর্তি পুজো একসঙ্গেই প্রায় হয় ঝালদার রাজবাড়ির এই পুজোতে। রাজবাড়ির ঠাকুরদালানে হয় ঘট পুজো ও কাঞ্জি মেলার ঠাকুরদালানে হয় মূর্তি পুজো। এটা তাদের বাড়ির ঐতিহ্য।
advertisement
জঙ্গলমহলের ঐতিহ্যবাহী পুজো গুলির মধ্যে গুরুত্বপূর্ণ ঝালদা রাজবাড়ির এই দুর্গাপুজো। দূর দূরান্ত থেকে মানুষের সমাগম হয় এই পুজোয়। সারাটা বছর ঝালদাবাসী এই পুজোর অপেক্ষায় থাকেন। ‌
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ৪৫০ বছর ধরে পালিত হয়ে আসছে ঝালদা রাজবাড়ি দুর্গাপুজো, জানেন এর ইতিহাস?
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement