South 24 Parganas News: ক্যানসার আক্রান্ত সহকর্মীর পাশে স্কুলের শিক্ষকরা, মানবিকতার নজির জয়নগরে

Last Updated:

South 24 Parganas News: জয়নগরের উত্তরচক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষের নেতৃত্বে ওই সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে তাঁদের মাইনের টাকা থেকে সামর্থ্য অনুযায়ী প্রায় এক লক্ষ একুশ হাজার টাকা ক্যানসার আক্রান্ত শিক্ষকের স্ত্রীর হাতে তুলে দেন।

+
ক্যানসার

ক্যানসার আক্রান্তর পাশে শিক্ষকরা

দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর থানা এলাকার রাজাপুর করাবেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ক্যানসার আক্রান্ত। নিজের জন্য নয়, পরিবার এবং স্কুলের ছাত্রছাত্রীদের জন্যই তিনি বাঁচতে চান। ক্যান্সার আক্রান্ত হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ২০১১ সালে তিনি প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি পান। গড়িয়ার ফর্তাবাদ এলাকায় তার বসবাস ছিল। চাকরি সুত্রে তিনি প্রতিদিনই ছুটে আসতেন রাজাপুর করাবেক প্রাথমিক বিদ্যালয়ে। তাঁর পরিবারে দুই ছেলে মেয়ে ও তাঁর স্ত্রী রয়েছেন।
ছেলে মেয়ের পড়াশোনা থেকে সংসারের খরচ বহন করতে নাজেহাল হয়ে পড়ছেন শিক্ষকের স্ত্রী। এই অবস্থায় তাঁর পাশে দাঁড়ালেন অন্যান্য শিক্ষকরা।
advertisement
জয়নগরের উত্তরচক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষের নেতৃত্বে ওই সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে তাঁদের মাইনের টাকা থেকে সামর্থ্য অনুযায়ী প্রায় এক লক্ষ একুশ হাজার টাকা ক্যানসার আক্রান্ত শিক্ষকের স্ত্রীর হাতে তুলে দেন।
advertisement
এ প্রসঙ্গে ওই শিক্ষকের স্ত্রী বলেন, ”এভাবে শিক্ষক মহল পাশে দাঁড়াবে ভাবতে পারিনি। তবে এই মুহূর্তে এই টাকাটি ওঁর চিকিৎসার জন্যে অনেকটাই কাজে আসবে এবং ভবিষ্যতে ওই শিক্ষকরা আমাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। পাশাপাশি আমার স্বামী সব সময় বলতেন আমি শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত হয়েছি। সব সময় স্বপ্ন দেখতেন নিজের স্বচ্ছলতা না ফিরলেও শিক্ষার আলো নিয়ে স্থানীয় শিক্ষার্থীরা আলোকিত হবে। স্বচ্ছল হবে স্থানীয় শিক্ষার্থীদের জীবন। তার পাশাপাশি এই শিক্ষকতা চাকরিটা পাওয়ার পর তিনি সবসময় বলতেন পারিবারিক কিছুটা স্বচ্ছলতা আসবে। কিন্তু সে সুখ আর কপালে জুটল কই।”
advertisement
তিনি তাঁর এই মারণব্যাধিকে জয় করে আবার সুস্থ জীবনে ফিরে এসে শিক্ষার জীবনে প্রবেশ করবেন, এটাই সবার কামনা।
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ক্যানসার আক্রান্ত সহকর্মীর পাশে স্কুলের শিক্ষকরা, মানবিকতার নজির জয়নগরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement