School Teacher: জয়নগরের স্কুল থেকে চুরি করে পালাচ্ছিলেন শিক্ষক! হাতেনাতে ধরল পুলিশ, উদ্ধার প্রচুর বই-জরুরি কাগজ

Last Updated:

School Teacher: স্থানীয় সূত্রে খবর, ওই শিক্ষক স্কুলের বইগুলি বাইরে বিক্রি করার জন্য স্কুল থেকে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে স্কুলে গিয়ে পৌঁছয় পুলিশ। তাঁরা ঘটনাস্থলে না আসলে ওই শিক্ষক বইগুলি বিক্রি করে দিতেন।

ধৃত স্কুল শিক্ষক
ধৃত স্কুল শিক্ষক
জয়নগর, সুমন সাহাঃ স্কুলের বইপত্র ও কাগজপত্র চুরি করে পালিয়ে যেতে গিয়ে গ্রেফতার এক স্কুল শিক্ষক সহ এক গাড়ির চালক। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ঘটনাটি ঘটেছে। রাজাপুর করাবেগ পঞ্চায়েতের ফুলবাগিচাদার উচ্চ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক স্কুলের বইপত্র ও দরকারি কিছু কাগজপত্র স্কুলের ঘর থেকে চুরি করে বস্তাবন্দি করে একটি গাড়িতে করে মথুরাপুরের উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে গ্রেফতার করে পুলিশ।
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশের টিম জয়নগর থানার বাটরা এলাকা থেকে ওই স্কুলের শিক্ষক ও গাড়ির চালককে গ্রেফতার করে। ধৃত শিক্ষকের নাম বাকিবিল্লা লস্কর (৫৫) এবং গাড়ির চালক পিন্টু সর্দার (৩৪)। এদিন রাতে দু’জনকে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের বাড়ি জয়নগর থানার বাটরা এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ অযোধ্যা পাহাড়ের দূষণ রোধে কড়াকড়ি! প্লাস্টিকের ব্যবহার নিয়ে বন বিভাগের বড় সিদ্ধান্ত, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জেনে নিন
ধৃতদের জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। গাড়ি সমেত স্কুলের বইপত্র, কাগজপত্র ও গাড়িটি বাজেয়াপ্ত করেছে জয়নগর থানার পুলিশ। তিনি কী কারণে স্কুলের বইপত্র ও দরকারি কাগজপত্র চুরি করে পালিয়ে যাচ্ছিলেন সেটা জানার চেষ্টা করছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় সূত্রে খবর, ওই শিক্ষক স্কুলের বইগুলি বাইরে বিক্রি করার জন্য স্কুল থেকে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে স্কুলে গিয়ে পৌঁছয় পুলিশ। সেখান থেকে বইগুলি উদ্ধার করে। পুলিশ যদি ঘটনাস্থলে না আসত তাহলে ওই শিক্ষক বইগুলি বিক্রি করে দিতেন। স্থানীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School Teacher: জয়নগরের স্কুল থেকে চুরি করে পালাচ্ছিলেন শিক্ষক! হাতেনাতে ধরল পুলিশ, উদ্ধার প্রচুর বই-জরুরি কাগজ
Next Article
advertisement
Bihar Assembly Election Results Update: ২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
২০১০-এ রাবড়ি দেবীকে হারিয়েছিলেন! সেই রাঘোপুরেই তেজস্বীকে ঘোল খাইয়ে ছাড়লেন সতীশ
  • রাঘোপুরে হাড্ডাহাড্ডি লড়াই, পিছিয়ে তেজস্বী যাদব৷

  • আরজেডি-র গড় রাঘোপুরে এগিয়ে বিজেপি প্রার্থী সতীশ কুমার৷

  • ২০১০ সালে রাঘোপুরেই রাবড়ি দেবীকে হারিয়েছিলেন সতীশ৷

VIEW MORE
advertisement
advertisement