Jangipur News:নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর যে মর্মান্তিক পরিণতি করল স্বামী, জঙ্গিপুরের ঘটনায় শিউরে উঠবেন

Last Updated:

নেশা করার জন্য টাকা না দেওয়ায় কাঠ দিয়ে বেধড়ক মারধর করে স্ত্রীকে খুন করল স্বামী

#জঙ্গিপুর: নেশা করার জন্য টাকা না দেওয়ায় কাঠ দিয়ে বেধড়ক মারধর করে স্ত্রীকে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের ঘোড়শালায়। গুরুতর আহত মুন্নি খাতুনকে প্রথমে জঙ্গিপুর হাসপাতাল ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় মুন্নি খাতুন। শ্বশুরবাড়ির বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার। অভিযুক্তরা সকলেই পলাতক।
বছর আটেক আগে রঘুনাথগঞ্জ থানার খড়িবোনা গ্রামে মুন্নির সঙ্গে বিয়ে হয় আজিজুল শেখের। তাঁদের কোনও সন্তান হয়নি। মুন্নি বিবি বিড়ি বেঁধেই সংসার চালাতেন। অভিযোগ, স্বামী রাজমিস্ত্রীর কাজ করলেও ঠিক মতো কাজ করত না। মুন্নি প্রতিদিন হাজার দেড়েক বিড়ি বাঁধত আর সেই মজুরির টাকা স্বামী কেড়ে নিত। কিন্তু এত অত্যাচারের পরও স্বামীর ঘর করার জন্য মুখ বুজে সব অত্যাচার সহ্য করত মুন্নি।
advertisement
অভিযুক্তরা সকলেই পলাতক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় মুন্নিকে মর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার পড়েই মৃত্যু হয় তাঁর। মুন্নি খাতুনের আত্মীয় ঝন্টু  শেখ বলেন, '' নেশা করার জন্য মুন্নির স্বামী ওকে খুব অত্যাচার করত। তাও মেয়েটা সব অত্যাচার সহ্য করে থাকত। আমরা চাই ওর শ্বশুরবাড়ির সদস্যদের পুলিশ কঠিন শাস্তি দিক।'' মুন্নি খাতুনের দাদা জাহিরুল শেখ  বলেন, '' আমার বোন খুব কষ্ট করে বিড়ি বেঁধে সংসার চালাত। নেশা করার  টাকা আদায়ের জন্য আজিজুল ওকে খুব মারধর করত। আমরা বোনকে বাড়ি নিয়ে চলে আসলে ওর শ্বশুরবাড়ির লোকেরা মীমাংসা করে লিখিত দিয়ে বোনকে নিয়ে গিয়েছিল। তারপরেই এই ঘটনা ঘটে গেল। আমরা ওর শ্বশুরবাড়ির লোকদের ফাঁসি চাই।''
advertisement
advertisement
 Pranab Kumar Banerjee
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jangipur News:নেশার টাকা না দেওয়ায় স্ত্রীর যে মর্মান্তিক পরিণতি করল স্বামী, জঙ্গিপুরের ঘটনায় শিউরে উঠবেন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement