শীত পড়তেই মানুষের পাশে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন! দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র

Last Updated:

অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে আবারও মানবিক উদ্যোগ নিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। শীতের প্রকোপ বাড়তেই জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে উষ্ণতার বার্তা পৌঁছে দিতে রোববার রঘুনাথগঞ্জের ম্যাকেনজি পার্কে অনুষ্ঠিত হয় এক বৃহৎ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।

দুঃস্থ মানুষদের পাশে জাকির হোসেন
দুঃস্থ মানুষদের পাশে জাকির হোসেন
কেদারনাথ প্রামাণিক, রঘুনাথগঞ্জ: অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে আবারও মানবিক উদ্যোগ নিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। শীতের প্রকোপ বাড়তেই জেলার বিভিন্ন প্রান্তের মানুষকে উষ্ণতার বার্তা পৌঁছে দিতে রোববার রঘুনাথগঞ্জের ম্যাকেনজি পার্কে অনুষ্ঠিত হয় এক বৃহৎ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। ভোর থেকেই পার্কের চারদিকে ভিড় জমতে শুরু করে—বৃদ্ধ-বৃদ্ধা, দিনমজুর, শ্রমিক, নিঃস্ব মানুষসহ বহু পরিবার উপস্থিত হন এই কর্মসূচিতে।
অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন বিধায়ক জাকির হোসেন। বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষের জন্য এই সহায়তা যে কতটা জরুরি, তা আরও একবার স্পষ্ট হয়ে ওঠে মানুষের প্রতিক্রিয়ায়। শীতবস্ত্র হাতে পেয়ে অনেকের মুখেই ফুটে ওঠে স্বস্তির হাসি। কেউ কেউ জানান, প্রতিদিনের রোজগারেই সংসার চালানো কঠিন হয়ে পড়ে; সেখানে নতুন কম্বল বা উষ্ণ পোশাক কেনা তাদের পক্ষে সম্ভব নয়। তাই বিধায়কের এই উদ্যোগ তাদের কাছে সত্যিই আশীর্বাদ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শীত পড়তেই মানুষের পাশে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন! দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement