Jamai Shoshthi: জামাইষষ্ঠীর বিশেষ মিষ্টির থালি আর ফল-মিষ্টির ফিউশন, তাক লাগাল এই সংস্থা 

Last Updated:

Jamai Shoshthi: মিষ্টির সঙ্গে মিলবে ফলের স্বাদ, এক ঢিলে দুই পাখি...

#হাওড়া: জামাইষষ্ঠী মানে সব থেকে বেশি যেটা মনে আসে তা হলো কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া| আর খাওয়াদাওয়া মানেই মাছ-মাংসের পাশাপাশি মিষ্টি তো থাকতেই হবে৷ তা খাবারের শেষ পাতে হোক বা সকালের বা বিকালের প্লেটে৷ মিষ্টি ছাড়া কি আর বাঙালি জামাইয়ের আদর যত্ন হয়? আর সেই বাঙালি সেন্টিমেন্টকে মাথায় রেখেই জামাইষষ্ঠীর জন্য বিশেষ মিষ্টির আয়োজন করেছে হাওড়ার প্রখ্যাত মিষ্টি বিক্রেতা সংস্থা সালকিয়ার "ব্রজনাথ গ্রান্ড সন্স "৷
বর্তমান সময় প্রতিটি মানুষই প্রায় খাদ্য সচেতন৷ মিষ্টির প্রতি ভালবাসা থাকলেও শরীরের কথা মাথায় রেখেই মানুষ কিছুটা হলেও এড়িয়ে চলছে মিষ্টিকে৷ আর এই সব শরীর সচেতন মানুষের জন্যেই এবারের জিরো ক্যালোরি মিষ্টি তৈরি করে তাকে লাগিয়ে দিল সালকিয়ার মিষ্টি প্রস্তুত সংস্থা৷ বিশেষ জামাইষষ্ঠী সন্দেশের সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টির  সম্ভার৷ সাধারণ মিষ্টির সঙ্গে রয়েছে জামাইষষ্টীর বিশেষে একটি ফলের ফিউশন মিষ্টি৷ সেই ফল অবশ্যই বাঙালির প্রিয় আম৷ সেই কথা মাথায় রেখে এবার বিশেষ ধরনের মিষ্টি আর ফলের মিশ্রণ ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই সংস্থা৷
advertisement
advertisement
ম্যাংগো মালাই রোল, ম্যাংগো স্যান্ডুইচ সন্দেশ, ম্যাংগো শেক- একেবারে আসল আম দিয়ে তৈরি এই মিষ্টি৷ সংস্থার কর্ণধার অভিজিৎ দাসের দাবি, "মানুষ সাধারণ মিষ্টি খেতে খেতে একেবারে বোর হয়ে গিয়েছেন৷ প্রতিটি ক্রেতাই চান নতুন কিছু৷ তাই সেই সব ক্রেতাদের কথা মাথায় রেখেই এই মিষ্টি তৈরির সিদ্ধান্ত৷ কেউ চাইলে জামাইয়ের নাম লেখা সন্দেশও কিনতে পারেন৷ মিষ্টির পাশাপাশি রয়েছে কেকের সম্ভারও৷ যে ধরনের কেক চাইবেন সেই স্বাদের কেক ক্রেতার সামনেই বানিয়ে দেওয়া হবে৷ শুধু তাই নয়, অনেকেই দোকানে এসে হরেক রকম মিষ্টি দেখে কিছুটা দিশেহারা হয়ে যান কী নেবেন আর কী নেবেন না৷  দিশেহারা হওয়ার কিছু নেই৷ জামাইষষ্ঠীর বিশেষ মিষ্টির থালির ব্যবস্থা রয়েছে৷  একটি থালি নিলেই মিলবে মিষ্টির সম্ভার৷"
advertisement
Debasish Chakraborty
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jamai Shoshthi: জামাইষষ্ঠীর বিশেষ মিষ্টির থালি আর ফল-মিষ্টির ফিউশন, তাক লাগাল এই সংস্থা 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement