Madhyamik Results 2022|| ফলাফলে খুশি নয়, খাতা পুনর্মূল্যায়ন করতে চায় মাধ্যমিকে নবম সৌরথ দে

Last Updated:

Bardhaman Madhyamik 2022 student Saurath Dey stands 9th : মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে বর্ধমান টাউন স্কুলের সৌরথ দে। ফলাফলে খুশি নয় পড়ুয়া সৌরথ। খাতা পুনর্মূল্যায়ন করতে চায় সে। 

+
title=

#পূর্ব বর্ধমান: মাধ্যমিকে নবম স্থান অধিকার করেছে বর্ধমান টাউন স্কুলের সৌরথ দে । ফলাফলে খুশি নয় পড়ুয়া সৌরথ । খাতা পুনর্মূল্যায়ন করতে চায় সে । বাংলায় ৯৮, ইংরেজিতে ৯৬, অঙ্কে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ১০০, ইতিহাসে ৯২, ভূগোল ৯৯ পেয়েছে সৌরথ। বর্ধমানের কালিবাজারে বাড়ি সৌরথের। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ৬৮৫ । বাবা পেশায় চাকুরীজীবী মা গৃহবধূ । পড়াশোনার পাশাপাশি সৌরথ ভালোবাসে ফুটবল খেলতে, বই পড়তে। মাধ্যমিক পরীক্ষার আগে ১০-১২ ঘণ্টা পড়ত সৌরথ । ভবিষ্যতে কার্ডিওলজি নিয়ে এগোতে চাই সৌরথ । ছেলের এই সাফল্যে খুশি সৌরথের বাবা-মা ।
আরও পড়ুন: ঘণ্টাখানেকের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টি জেলায় জেলায়, দুর্যোগের মুহূর্তে বাড়িতে থাকুন, সতর্কতা...
তবে মনের মতো হয়নি ফলাফল বলেই জানাচ্ছেন সৌরথের বাবা সৌগত দে । সৌরথ জানায়, এই ফলাফলে বাবা মা-কে গর্ব বোধ করাতে পেরে খুশি সে । আশা করেছিল আরও ভাল ফল হবে। পাশাপাশি সে বলে, পড়াশোনায় পাশাপাশি বই পড়তে ফুটবল খেলতে ভালোবাসে । ভবিষ্যতে মেডিক্যাল নিয়েই এগোতে চায় সৌরথ। সাতটা বিষয়ে সাত জন শিক্ষকের কাছে পড়ত সে । পাঠ্যপুস্তক ছাড়াও সাজেশন বই পড়ত, এ ছাড়া সেলফ স্টাডি করত ।
advertisement
সৌরথের বাবা বলেন, ছেলেকে কখনই বলতে হয় না পড়তে বসার কথা । নিজে থেকেই পড়াশোনা করে ছোটো থেকেই । ওর এই সাফল্যে খুশি হয়েছেন । তবে আরও ভালো রেজাল্ট এর আসা ছিল ছেলের । তাই স্কুটিনি করার ব্যবস্থা করছেন ।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Madhyamik Results 2022|| ফলাফলে খুশি নয়, খাতা পুনর্মূল্যায়ন করতে চায় মাধ্যমিকে নবম সৌরথ দে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement