Jamai Sasthi Fish Market: ইলিশ, চিংড়ি, পমফ্রেট, ভেটকি, তোপসে! জামাইয়ের পছন্দের কোন মাছের দাম কত? বাজার যাওয়ার আগে জেনে নিন

Last Updated:

Jamai Sasthi Fish Market: বাজারে ইলিশ, তোপসে, পমফ্রেট, পাবদা, গলদা, বাগদা চিংড়ির ছড়াছড়ি। জামাইয়ের পাতে সেরা মাছ দিতে আগের দিন থেকেই বাজারমুখী মানুষ।

+
জামাই

জামাই ষষ্ঠীর স্পেশাল মাছের সম্ভারে কালি বাবুর বাজার

হাওড়া: রাত পোহালেই জামাইষষ্ঠী। সেই উৎসবকে সামনে রেখে কালীবাবুর বাজারে মাছ কিনতে ক্রেতাদের হিড়িক! ইলিশ, তোপসে, বাগদা, পাবদা ছাড়া জামাইষষ্ঠীর অনুষ্ঠান ভাবাই যায় না। জামাইষষ্ঠী মানেই খাবারের এলাহী আয়োজন। কথায় রয়েছে মাছে-ভাতে বাঙালি। এমন উৎসবে বাঙালির পাতে নজর কাড়া ইলিশ বা ভাটকির চাকা অথবা আস্ত দু-চারখানা বাগদা, তোপসে, পাবদা, পমফ্রেট থাকবে না তা একপ্রকার অসম্ভব।
জামাইষষ্ঠীর বাজারকে সামনে রেখে জেলার প্রতিটি বাজারে নজরকাড়া মাছের পসরা দেখা যায়। সেই মতো হাওড়ার কালীবাবুর বাজারে ইলিশ, তোপসে, পমফ্রেট, পাবদা, গলদা, বাগদা রয়েছে বাজার জুড়ে। জামাইয়ের পাতে সেরা মাছ দিতে আগের দিন থেকেই বাজার মুখী মানুষ।
আরও পড়ুনঃ জামাইকে ঠকানোর জন্যই তৈরি হয়েছিল! জামাইষষ্ঠীতে জামাইয়ের পাতে অবশ্যই দিন ‘জলভরা’, জানুন মজার ইতিহাস
শনিবার সকাল থেকে রুই, কাতলা ছেড়ে বেশিরভাগ মানুষের জামাইষষ্ঠী স্পেশ্যাল মাছের দিকে নজর বেশি। বাজারে সমস্ত রকম মাছ রয়েছে। এক কথায় মনের মতো মাছ উঠেছে কালীবাবুর বাজারে, আর তা দেখে খুশি ক্রেতারা। অনেকেই মনে করছেন ভাল জিনিস, ভাল দাম, তাই একটু বেশি হলেও ষষ্ঠীর বাজারে নাগালের মধ্যেই রয়েছে মাছের দাম। অন্যান্য বছরের তুলনায় এবার বাগদা, গলদার আমদানি কম। বাগদা ও গলদা চিংড়ি একটু দাম দিয়েই কিনতে হচ্ছে।
advertisement
advertisement
হাওড়ার কালীবাবুর বাজারে অন্যান্য সাধারণ দিনের তুলনায় তোপসে, বাগদা কেজিতে ২০০-৩০০ টাকা বেশি। পাবদা ৪০০-৬০০ টাকা, পমফ্রেট ৬০০-৯০০, তোপসে ১০০০-১২০০ টাকা, ২০০ গ্রাম সাইজের গলদা চিংড়ি ৮০০ টাকা কেজি এবং ১ কেজি সাইজের ইলিশ ১৪০০-১৫০০ টাকা। জামাইষষ্ঠীর আগের দিন থেকে অর্থাৎ শনিবার থেকে ষষ্ঠীর সারাদিন মাছের চাহিদা থাকে এবার বাজার অনুযায়ী চাহিদাও রয়েছে মাছের জানান, বিক্রেতা অমিত মন্ডল, রঞ্জন ঘুকু।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jamai Sasthi Fish Market: ইলিশ, চিংড়ি, পমফ্রেট, ভেটকি, তোপসে! জামাইয়ের পছন্দের কোন মাছের দাম কত? বাজার যাওয়ার আগে জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement