বন্দিদের খাবারের স্টল-এ জমজমাট ভিড়, মেলায় 'অন্য ছবি' দেখে সবাই অবাক

Last Updated:

Bardhaman: সাজাপ্রাপ্ত বন্দিদের খাবারের স্টল। চেটেপুটে খেলেন মেলায় আসা লোকজন।

#বর্ধমান: বিশাল মেলা। তার ভিতরে একটা স্টল। সেখানেই নজর অনেকের। বিরিয়ানি, চিকেন চাপ সাজানো রয়েছে। নজর সে জন্য নয়। স্টলের সামনে এসে পিছনের বোর্ড দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন।
উৎসাহী হয়ে কিনছেন অনেকে। চাপ-বিরিয়ানি মুখে তুলে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। ঠিকানা বলে রসাস্বাদন করতে বলছেন মেলায় আগতদের। এই স্টল আসলে সাজাপ্রাপ্ত বন্দিদের। সংশোধনাগারের ঘেরাটোপের বাইরে তাঁরা রান্নার পারদর্শীতা দেখালেন।
আরও পড়ুন- Extra Marital Affair: সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা, স্বামী সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে ধরনায় গৃহবধূ
শীতের শুরুতে বর্ধমানের উৎসব ময়দানে খাদ্য রসিকদের জন্য মেলার আসর বসেছে। প্রচুর খাবারের স্টল মাঠ জুড়ে। কী খাবার নেই সেখানে! মোল্লার, চাইনিজ, কন্টিনেন্টাল সহ প্রায় সব ধরনের খাবার মিলছে সেখানে। তারই মাঝে নজর কাড়ছে 'উদয়ন' স্টল।
advertisement
advertisement
এই স্টলে খাবার তৈরি থেকে খাদ্য রসিকদের হাতে প্লেট তুলে দেওয়া, সবই করছেন বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের আবাসিকরা। তাঁরা কোনও কারণে অপরাধ করে ফেলেছিলেন। সে কারণে এখন তাঁরা বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে সাজা খাটছেন। কিন্তু তাঁদের কয়েকজনের রান্নার হাতটা বেশ ভাল। তাই কারা বিভাগ তাঁদের সেই সুযোগটা করে দিয়েছে।
রান্নার কাজে তাঁদের উৎসাহ দিয়েছে কারা বিভাগ। কেন্দ্রীয় সংশোধনাগারের  আবাসিককে কয়েকজনকে সেখানের ক্যান্টিন 'উদয়ন'-এর দায়িত্ব দেওয়া হয়েছে। সংশোধনাগারের চার দেওয়ালের ঘেরাটোপেই শুধু নয়, এবার তার বাইরেও রান্না করা ও তা পরিবেশনের সুযোগ করে দিয়েছে কারা বিভাগ।
advertisement
বর্ধমানের এই খাদ্য মেলায় অন্যান্যদের মতো স্টল পেয়েছে উদয়ন। সেখানে সাদা পোশাকের চার বন্দি স্টল চালাচ্ছেন। সঙ্গে অবশ্যই থাকছে পুলিশ প্রহরা। স্টলে গিয়ে দেখা গেল ভিড় বাড়লে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সাব জেলার সত্যদীপ রায়, জেলার আব্দুল কালামরাও অনেক সময়ে বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত।
আরও পড়ুন- East Bardhaman News: ১৬ মেট্রিকটন মতো সবজির ফলন! রাজ্যের এই জেলা যেন সত্য়িই সবুজের ভাণ্ডার
এক সময় বর্ধমান রেঞ্জের ডি আই জি (কারা) ছিলেন নবীনচন্দ্র সাহা। তিনিই মূলত  সংশোধনাগারের আবাসিকদের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে উদ্যোগী হয়েছিলেন। নৃত্য, সংগীত, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংশোধনাগারে। রন্ধনশৈলিতে পারদর্শীদের এবার সুযোগ করে দেওয়া হল মেলায় স্টল করার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্দিদের খাবারের স্টল-এ জমজমাট ভিড়, মেলায় 'অন্য ছবি' দেখে সবাই অবাক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement