জেলবন্দী সন্তান, মৃত্যুর সঙ্গে লড়ছে বাবা...! রক্ত দেওয়ার লোক নেই... অবশেষে এগিয়ে এলেন জেলরক্ষীরা

Last Updated:

Jail: মামলায় অভিযুক্ত হয়ে গত ২০১৯ সাল থেকে একমাত্র ছেলে জেলে বন্দী। দুর্ঘটনায় মূমূর্ষু বাবাকে বাঁচাতে এগিয়ে এলেন জেলের রক্ষীরা। এমনই মানবিক ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া জেলা সংশোধনাগার।


জেলবন্দী সন্তান, মৃত্যুর সঙ্গে লড়ছে বাবা...! রক্ত দেওয়ার লোক নেই... অবশেষে এগিয়ে এলেন জেলরক্ষীরা
জেলবন্দী সন্তান, মৃত্যুর সঙ্গে লড়ছে বাবা...! রক্ত দেওয়ার লোক নেই... অবশেষে এগিয়ে এলেন জেলরক্ষীরা
বাঁকুড়া: মামলায় অভিযুক্ত হয়ে গত ২০১৯ সাল থেকে একমাত্র ছেলে জেলে বন্দী। দুর্ঘটনায় মূমূর্ষু বাবাকে বাঁচাতে এগিয়ে এলেন জেলের রক্ষীরা। এমনই মানবিক ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়া জেলা সংশোধনাগার।
জানা গিয়েছে, বাঁকুড়ার সিমলাপাল থানার পাথরা গ্রামের বাসিন্দা সুকুমার সোরেন গত পাঁচ বছর ধরে বাঁকুড়া জেলা সংশোধনাগারে বন্দী।
সম্প্রতি খবর আসে সুকুমার সোরেনের বাবা লখাই সোরেন দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে মূমূর্ষু অবস্থায় ভর্তি হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যল কলেজে। চিকিৎসকরা জানিয়েছেন লখাই সোরেনকে বাঁচাতে হলে আপৎকালীনভাবে চার ইউনিট রক্তের দরকার। কিন্তু প্রবল গরম ও ভোটে রাজনৈতিক দলগুলির ব্যস্ততার কারনে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ব্লাড ব্যঙ্ক এখন কার্যত রক্তশূন্য।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে লখাই সোরেনের প্রয়োজনীয় রক্ত মিলবে কোথা থেকে তা নিয়ে চূড়ান্ত অসহায় হয়ে পড়ে পরিবার। গোটা ঘটবার খবর এসে পৌঁছায় বাঁকুড়া জেলা সংশোধনাগারে। এরপরই জেলা সংশোধনাগারের তরফে চার রক্ষী ছুটে যান বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। নিজেরাই উদ্যোগী হয়ে তাঁরা চার ইউনিট রক্তদান করেন।
advertisement
এক বন্দীর পরিবারের জন্য জেল রক্ষীদের এমন মানবিক কাজে রীতিমত প্রশংসার সুর সব মহলের। খুশি জেল রক্ষী থেকে আধিকারিক সকলেই।
প্রিয়ব্রত গোস্বামী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেলবন্দী সন্তান, মৃত্যুর সঙ্গে লড়ছে বাবা...! রক্ত দেওয়ার লোক নেই... অবশেষে এগিয়ে এলেন জেলরক্ষীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement