#মাহেশ: অনাড়ম্বরেই পালিত হল শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের চন্দন উৎসব। বিগত বছরের এই উৎসবের দিনে ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে। কাছ থেকে চন্দন উৎসব দেখতে সকাল থেকেই প্রচুর ভক্তের সমাগম হয়। তিল ধারনের জায়গা থাকে না মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। কিন্তু এবারে সে চিত্র উল্টো। সকাল থেকে নেই কোনও ভিড়, নেই কোন আড়ম্বর। তাই বিনা আড়ম্বরেই কোনও রকমে নমো নমো করে এবারে পালিত হল মাহেশের জগন্নাথ দেবের ঐতিহাসিক চন্দন উৎসব।মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী জানান, আজকের এই অক্ষয়তৃতীয়ার দিনেই প্রভুর চন্দন উৎসব পালিত হয়। এই চন্দন উৎসবের মধ্যে দিয়ে রথযাত্রার সূচনা হয়। কথিত আছে শ্রীকৃষ্ণের বারো মাসে বারো যাত্রা। বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে চন্দন মাখিয়ে স্নান করানো হয়। এই ভাবে জৈষ্ঠ্যমাসে হয় স্নানযাত্রা ও আষাঢ় মাসে হয় রথযাত্রা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jagannath Deb puja, Lockdown, Mahesh