Jagadhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজোতে এই কাজ করলেই যা চাইবেন তাই পাবেন! জানুন

Last Updated:

Jagadhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজোতে অবশ্যই করুন এই কাজ! সংসারে থাকবে না কষ্ট!

+
title=

হুগলি: হুগলির চন্দননগরে এখন উৎসবের মরশুম। গোটা শহর সেজে উঠেছে দেবী হৈমন্তিকার আরাধনায়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বৈশিষ্ট্য সাবেকি দেবী প্রতিমা। পুজোররীতি পালিত হয় মহা নিষ্ঠার সঙ্গে। এই জগদ্ধাত্রী পুজোর মহানবমীর পুজোর এক বিশেষ রীতি হল ধুনা পোড়া। মঙ্গলবার মহা নবমীর দিন এই ধুনা পোড়ায় বহুমানুষকে অংশগ্রহণ করতে দেখা গেল আদি হালদারপাড়া বুড়িমার পুজোতে।
মহা নবমীর পুজোর অন্যতম এক রীতি হল এই ধুনা পোড়া। এ ধুনাপোড়া পালিত হয় কারণ সকলের মঙ্গল কামনায় জন্য। বলা হয় শাস্ত্রমতে অগ্নি জ্যোতি দিয়ে এই ধুনা পোড়ার মধ্যে দিয়ে দেব দেবী দের আহ্বান করা হয়। এতে দেবীর সন্তুষ্ট হলে তিনি আশীর্বাদ দেন। মঙ্গলবার মহানবমী উপলক্ষে ধুনো করা আয়োজন হয়েছিল হুগলির চন্দননগরের আদি হালদারপাড়ায়।
advertisement
advertisement
হাতের মধ্যে মাটির সরা নিয়ে তার মধ্যে আগুন জেলে এই রীতি পালন করা হয়। পুরোহিত সরার মধ্যে মন্ত্র উচ্চারণ করে ধুনো দেন যার ফলে আগুনের জ্যোতি ফুটে বেরিয়ে আসে আগুনের মধ্যে দিয়ে।আদি হালদার পাড়ার বুড়িমার পুজো প্রায় ৩০০ বছরের প্রাচীন। স্থানীয়দের আশ্বাস এই নবমীর পুজোয় মায়ের কাছে শুদ্ধ মনে কোন প্রার্থনা করলে মা তার মনস্কামনা পূর্ণ করেন।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jagadhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজোতে এই কাজ করলেই যা চাইবেন তাই পাবেন! জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement