Purulia News : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মানিয়ে নিতে পারছেন না পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের পড়ুয়া,
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Jadavpur University: ফের বিতর্কে যাদবপুর ইউনিভার্সিটি , বিপাকে জঙ্গলমহলের পড়ুয়া! যদিও পড়ুয়ার বাবা জানিয়েছেন তিনি তাঁর ছেলেকে যাদবপুর ইউনিভার্সিটিতেই পড়াতে চান।
পুরুলিয়া: গ্রামগঞ্জের পড়ুয়াদের কলকাতার যাদবপুরের মত উচ্চ বিদ্যালয়ে পড়তে গিয়ে খাপ খাওয়ানো অসম্ভব হয়ে উঠছে? পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের বিশ্বজিৎ প্রামানিক এর ঘটনা আবার সেই একই প্রশ্ন তুলল ছাত্র নিগ্রহকে কেন্দ্র করে।
রাজ্যের বিভিন্ন গ্রাম গ্রামান্তর থেকে অভিভাবকেরা ছেলে-মেয়েদের পাঠান কলকাতায় উচ্চশিক্ষিত করতে। কিন্তু নামিদামি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে ভাবে দিনের পর দিন নিগৃহীত হতে হয় এই সমস্ত পড়ুয়াদের তাতে তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। অন্যদিকে বিতর্ক পিছু ছাড়ছে না যাদবপুর ইউনিভার্সিটির।
ঝালদার বিশ্বজিৎ প্রামানিক বুধবার রাতে নিগৃহীত হয়ে অবশেষে ভর্তি হয় হাসপাতালে। নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে ছেলেকে উদ্ধার করতে কলকাতা ছুটতে হয় তার বাবা মেঘবরণ প্রামানিক, যদিও এক্ষেত্রে ঘটনা ততটা গুরুতর ছিল না। অন্যদিকে বিতর্ককে এড়িয়ে ছেলের প্রকৃত শিক্ষার পরিবেশের আবেদন করেই ফিরেছেন মেঘবরণ বাবু। এ বিষয়ে তিনি বলেন, বন্ধুদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। ছেলের অসুস্থতার খবর পেয়ে তিনি কলকাতা গিয়েছিলেন। সব কিছু এখন ঠিকই আছে। তাঁর ছেলে সুস্থ আছে। কারোর বিরুদ্ধে তার কোনও অভিযোগ নেই। তিনি তাঁর ছেলেকে যাদবপুর ইউনিভার্সিটিতেই পড়াতে চান।
advertisement
advertisement
আরও পড়ুন- Astro Tips: এই গাছের সঙ্গে ভুলেও ভুল করবেন না, শনিবার এই গাছের আরাধনা জীবনের বড় মোড় ঘুরিয়ে দেবে
এদিকে জঙ্গলমহলের মানুষের দাবি। শিক্ষার পরিবেশ এভাবে যেন বারবার কলুষিত না হয় কলকাতার বুকে। এ বিষয়ে বাগমুন্ডি পঞ্চায়েত সমিতির সদস্য সুজয় কুইরি বলেন , গ্রামীণ ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য কলকাতার বিভিন্ন নামিদামি কলেজে পড়তে যান। বাঘমুন্ডি বিশ্বজিৎও উচ্চশিক্ষার জন্য যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়েছে। সেখানে বেশ কিছু সমস্যা হয়েছিল কিন্তু বর্তমানে তা সমাধান হয়ে গিয়েছে। কলেজ কর্তৃপক্ষের কাছে অনুরোধ যাতে গ্রামীণ ছেলে-মেয়েরা সুষ্ঠুভাবে পড়াশোনা সুযোগ পায় সে বিষয়ে নজর দিক।
advertisement
বিতর্ক আর যাদবপুর ইউনিভার্সিটি যেন কেউ কারোপিছু ছাড়ে না। বিগত কিছুদিন আগে যাদবপুর ইউনিভার্সি মর্মান্তিক ঘটনা এক প্রকার নাড়িয়ে দিয়েছিল গোটা দেশবাসীকে। তাই ছাত্র নিগ্রহের কথা প্রকাশ্যেএলে সকলের সামনে সেই ভয়ংকর ঘটনার কথায় মাথায় আসে। যদিও বাঘমুন্ডির বিশ্বজিৎ কুইরির সঙ্গে তেমন কোনও বড়সড়ঘটনা ঘটেনি। তবুও তার পরিবার ও আশেপাশের এলাকার মানুষচায় যাতে সে সুষ্ঠুভাবে আগামী দিনে নিজের উচ্চ শিক্ষার পথে এগিয়ে যেতে পারে।
advertisement
Sharmistha Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2024 3:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মানিয়ে নিতে পারছেন না পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের পড়ুয়া,