Saayoni Ghosh: বারুইপুরের বিজয় মিছিল থেকে বড় ঘোষণা সায়নী ঘোষের, কী বললেন যাদবপুরের সাংসদ

Last Updated:

Jadavpur MP Saayoni Ghosh: জেতার পরই বরাবরই বলেছেন আমি যাদবপুর বাসির কাছে ঋণী আর তাই ভোটে জেতার পর মানুষের পাশে থেকে কাজের মাধ্যমেই মানুষের ঋণ পরিশোধ করব। টিম হিসেবে কাজ করে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। 

জনতার মাঝে সয়নী
জনতার মাঝে সয়নী
দক্ষিণ ২৪ পরগনা: প্রচারে সময় তিনি বারবারই বলেছেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রের তিনি জেতার বিষয়ে আত্মবিশ্বাসী। ভোটের ফলেও দেখা গিয়েছে তাই। বিরাট মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থী। প্রচার চলাকালীন বহু মানুষকে তিনি কথাও দিয়েছিলেন ভোটে জেতার পর মানুষের পাশে থেকে সবসময় মানুষের কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান।
সায়নী ঘোষ বরাবরই বলেছেন আমি যাদবপুর বাসির কাছে ঋণী। আর তাই ভোটে জেতার পর মানুষের পাশে থেকে কাজের মাধ্যমেই মানুষের ঋণ পরিশোধ করব। টিম হিসেবে কাজ করে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব। যাতে মানুষের আশা পূরণ হয়। জেতার পর প্রথমবার বারুইপুর পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিজয় মিছিলে অংশ ফের একই কথা বললেন যাদবপুরের সাংসদ।
advertisement
advertisement
এদিন মিছিলে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। বারুইপুরের পদ্মপুকুর থেকে রাসমাঠ পর্যন্ত মিছিলে পা মেলান সাংসদ সায়নী। এদিন কাউন্সিলার, পঞ্চায়েত প্রধান এবং বারুইপুর পশ্চিম মহিলা তৃণমূলের পক্ষ থেকে সাংসদকেসংবর্ধনা দেওয়া হয়। মিছিলে রাস্তায় যেতে যেতে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সকলের সেলফির আবদারও মেটান সায়নী ঘোষ।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saayoni Ghosh: বারুইপুরের বিজয় মিছিল থেকে বড় ঘোষণা সায়নী ঘোষের, কী বললেন যাদবপুরের সাংসদ
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement