Motorcycles: মোটরসাইকেলের কম কিছু নয়! দাম মাত্র ১৮০০০, পাওয়া যাচ্ছে বাঁকুড়ায়

Last Updated:

Electric Cycle- ইলেকট্রিক সাইকেল এবং বামনদের জন্য ইলেকট্রিক মোটরসাইকেল বানিয়ে একপ্রকার তাক লাগিয়েছেন বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিং।

+
ইলেক্ট্রিক

ইলেক্ট্রিক সাইকেল

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: উচ্চতা যাঁদের কম তাঁদের জন্য ইলেকট্রিক মোটরসাইকেল বানিয়ে একপ্রকার তাক লাগিয়েছেন বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিং। বাঁকুড়ার একদম সুলভ মূল্যে ইভি সাইকেল। অর্থাৎ ইলেকট্রিক সাইকেল। প্যাডেল না করলেও চলবে ই সাইকেল।
শরীরচর্চা করতে চান তাহলেও চালাতে পারবেন এই সাইকেল। হাঁপিয়ে গেছেন, একটু ফুরফুরে হাওয়া খেতে খেতে নিজের গন্তব্যে যেতে চান? তাহলেও চালান এই সাইকেল। বাঁকুড়ার এক ব্যক্তি বানালেন ইভি সাইকেল। বাঁকুড়ার চঞ্চল সিং, সাধারণ প্যাডেল দেওয়া সাইকেলকে একটা নব রূপ দিয়ে কাস্টমাইজ করে বানিয়েছেন ইভি সাইকেল। এই সাইকেলে মোটরসাইকেলের মতো রয়েছে চাবি, রয়েছে একটি ছোট ডিসপ্লে, রয়েছে হর্ন, এছাড়াও থাকছে পিক আপ অর্থাৎ “এক্সিলারেটর”।
advertisement
ইভির সঙ্গে থাকছে কম্পাস। সাইকেলে বসতে পারবেন দুজন, বসার জায়গাটা অনেকটা স্কুটির মতো আরামদায়ক। পিছনের ব্যক্তির জন্য রয়েছে “ব্যাক রেস্ট”। মাত্র ১৮০০০ টাকা থেকে শুরু এই সাইকেল।
advertisement
বাঁকুড়া শহরের অদূরে পুরন্দরপুরের শোরুমে বিক্রি হচ্ছে এই সাইকেলগুলি। এছাড়াও রয়েছে বামনদের জন্য মোটরসাইকেল। ছোট্ট মোটরসাইকেলটি ছুটতে পারবে তীব্র গতিতে। ব্যাটারি চার্জ দিতে সময় লাগবে প্রায় তিন ঘন্টা। মাইলেজ ৫৫ কিলোমিটার। রাস্তার যানজটকে কাটিয়ে একদম ফুরফুরে মেজাজ এগিয়ে যাওয়া যাবে এই সাইকেল এবং মোটরসাইকেল ব্যবহার করলে।
advertisement
পুরন্দরপুরের স্মার্ট ইলেকট্রিক সাইকেলের শো রুম গেলেই পাবেন আপনার স্বপ্নের যানবাহন। রেজিস্ট্রেশন থেকে শুরু করে ইনসিওরেন্স সবকিছুই উপলব্ধ রয়েছে।  দিন দিন পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে, কারণ যোগান কমছে। “ফসিল ফুয়েল” অর্থাৎ জীবাশ্ম জ্বালানি সীমিত।
আরও পড়ুন- টিকটক ও স্ন্যাপচ্যাটের ফিচার এবার ইনস্টাগ্রামে, এই নতুন ফিচারে কী সুবিধা পাবেন আপনি?
প্রতিবছর এর দাম ঊর্ধ্বমুখী হতে থাকবে। সেই কারণেই গ্রীন এনার্জি ব্যবহার করে যানবাহন তৈরীর হিড়িক গোটা বিশ্বজুড়ে। সেই হিড়িকে গা ভাসিয়েছেন চঞ্চল সিং। একের পর এক উদ্ভাবন করে চলেছেন তিনি। প্রথমে ইভি জিপ গাড়ি, তারপর ইলেকট্রনিক টোটো, ইলেকট্রিক বাস এবার ইলেকট্রিক সাইকেল।
advertisement
এই সাইকেল পুরো চার্জ হতে সময় লাগে তিন ঘন্টা। ব্যাটারি অনুযায়ী দেবে মাইলেজ, তবে স্ট্যান্ডার্ড মাইলেজ ৫৫ কিলোমিটার। সমস্ত টেকসই মেটেরিয়াল দিয়ে তৈরি করেছেন এই সাইকেল বলে দাবি করছেন চঞ্চল সিং।
বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা, ছোটখাট বাজার করতে যাওয়া, এবং নিত্যদিনের যাতায়াতের জন্য এই সাইকেল। চঞ্চল সিং-এর স্বপ্ন একটি ইভি বিপ্লব তৈরি করার। নিজের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগিয়ে বাঁকুড়ার মধ্যে প্রত্যন্ত জায়গাতে সাধারণ মানুষদের জন্য যানবাহন তৈরি করার স্বপ্ন দেখছেন তিনি। সেই ভাবেই এগিয়ে চলেছেন চঞ্চল সিং।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Motorcycles: মোটরসাইকেলের কম কিছু নয়! দাম মাত্র ১৮০০০, পাওয়া যাচ্ছে বাঁকুড়ায়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement