পেরিয়েছে ১৫০ বছর, বারদ্রোণের মণ্ডল বাড়ির দুর্গাপুজো আজও সমান জনপ্রিয়
Last Updated:
দেখতে দেখতে কেটে গিয়েছে ১৫০ বছর। ডায়মন্ডহারবারের বারদ্রোণের মণ্ডল বাড়ির পুজো আজও সমান জনপ্রিয় এলাকায়
#ডায়মন্ডহারবার : দেখতে দেখতে কেটে গিয়েছে ১৫০ বছর। ১২৭২ বঙ্গাব্দে এই দুর্গাপুজোর সূচনা হয়। প্রবল উৎসাহ উদ্দীপনায় সাড়ম্বরে পালিত হত এই পুজো। ১৫০ বছর পার হলেও ডায়মন্ডহারবারের বারদ্রোণের মণ্ডল বাড়ির পুজো এখনও সমানভাবে জনপ্রিয় এলাকায়। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে সুপ্রাচীন ইতিহাস। নবাবি আমলে ডায়মন্ডহারবারের বারদ্রোণে গ্রামের বাসিন্দা অযোধ্যারাম মণ্ডলের লবণ, সাবান ও তাঁতের কাপড়ের ব্যবসা ছিল। ব্যাবসা সূত্রে অযোধ্যারামের সুনাম ছড়িয়ে পড়ে এলাকায়। সেসময় অযোধ্যারাম প্রচুর জমি কেনেন এলাকায়। কিন্তু তিনি জমিদারি স্বত্ব পাননি তখনও।
পরবর্তীকালে এলাকায় প্রভাবশালী হওয়ায় এবং প্রচুর জমির মালিক হওয়ায় বারদ্রোণ, মন্দিরবাজার, ঘটকপুর, সরবেড়িয়া, হটুগঞ্জ-সহ একাধিক এলাকাকে নিয়ে নিজেই জমিদারির পত্তন করেন। এরও প্রায় ৩০০ বছর পর অযোধ্যারামের বংশধর গোলকচন্দ্র মণ্ডল শুরু করেন দুর্গাপুজো। পুজোর জন্য তৈরি করা হয়েছিল দালান। সেখানে বসত তরজাগান, কবিগানের আসর।
সপ্তমীতে হত ব্রাক্ষ্মণ ভোজন, অষ্টমীতে কুমারী পুজো, নবমীতে পাঁঠাবলি। পুজোর ক'দিন জমিদার বাড়ির দালানে চলত ভুরিভোজের আয়োজন। কালের নিয়মে জমিদারি না থাকলেও পুজোর আয়োজনে কোনও ঘাটতি থাকে না কোনওবছর। পুজোর সঙ্গে জড়িয়ে থাকা পরিবারের ঐতিহ্য বজায় রাখতে আজও প্রথা মেনে সমস্ত রীতি পালন করেন মণ্ডল বাড়ির সদস্যরা। তবে এই পুজোয় বন্ধ হয়েছে বলি। পুজোর আর বাকি মাত্র কয়েকটা দিন। মণ্ডল বাড়িতে চলছে জোরকদমে প্রস্তুতি। দুর্গাদালান করা হয়েছে রঙ। চলছে ঝাঁড়পোছ।
advertisement
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2022 8:22 PM IST

