শেষ পর্যন্ত ভাঙরে ঢুকলেন নওশাদ সিদ্দিকি! শুনলেন কর্মীদের অভিযোগ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Nausad siddiqui: ভাঙরে নিজের ভাড়া বাড়িতে ঢুকলেন নওশাদ।
ভাঙর: দীর্ঘ টালবাহানার পর অবশেষে ভাঙড়ে ঢুকলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। ১৪৪ ধারা উঠে যাওয়ার পরই এই প্রথম ভাঙড়ে ঢুকলেন তিনি।
ভোট গণনার রাতে তিন আইএসএফ কর্মীর মৃত্যুর পর একাধিকবার ভাঙরে ঢোকার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বারবার পুলিশি বাধায় ব্যর্থ হয়েছিলেন।
অবশেষে বুধবার বিকেলে তিনি ভাঙড়ে নিজের ভাড়া বাড়িতে ঢোকেন। সেখানে দলীয় কর্মীদের মুখে ভাঙড়ের বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেন।
advertisement
আরও পড়ুন- নিম্নচাপ ও ভরা কোটাল! ভেসে গেল কপিলমুনির মন্দির চত্বর! গঙ্গাসাগরের ভিডিও ভাইরাল
পাশাপাশি পুলিশ দেখে দেখে আইএসএফ কর্মীদের গ্রেফতার করছে বলেও তিনি একাধিক কর্মীদের কাছে থেকে অভিযোগ পান। কর্মীদের সঙ্গে কথা বলার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তখনই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
advertisement
একইসঙ্গে রাজ্য রাজনীতির একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেন নওশাদ সিদ্দিকী। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙরকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 10:50 PM IST