North 24 Parganas News: বৃষ্টি কমতেই সচেষ্ট সেচ দফতর, সুন্দরবনের নদীবাঁধে মেরামতি জোরকদমে

Last Updated:

বর্ষা শেষ হওয়ার আগেই এবার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির একাধিক নদীবাঁধে জোরকদমে মেরামতির কাজ শুরু হয়েছে। 

+
রায়মঙ্গলে

রায়মঙ্গলে শুরু নদী বাঁধার কাজ 

জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণা: বর্ষা কমতেই সচেষ্ট সেচ দফতর, সুন্দরবনের নদীবাঁধে মেরামতির  উদ্যোগ। বর্ষার প্রথম ঝড়বৃষ্টির পরেই সুন্দরবনের নদীবাঁধের ভাঙন নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছিল। রায়মঙ্গল, কালিন্দী, ডাসা-সহ একাধিক নদীর পাড়ে  ধস নেমেছিল বর্ষার শুরুতেই। আতঙ্কে দিন কাটছিল এলাকার বহু মানুষের। গত কয়েক বছরের স্মৃতি এখনও টাটকা, যেখানে বহু নদীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, ঘরছাড়া হয়েছিলেন বহু মানুষ।
তবে এ বছর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই উদ্যোগী হয়েছে সেচ দফতর। বর্ষা শেষ হওয়ার আগেই এবার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালির একাধিক নদীবাঁধে জোরকদমে মেরামতির কাজ শুরু হয়েছে। বিশেষ করে হিঙ্গলগঞ্জ ব্লকের কেদারচক শিববাড়ি এলাকার রায়মঙ্গল নদীর পাড়ে বহুদিন ধরেই নদীবাঁধ দুর্বল হয়ে পড়েছিল। এবার সেই এলাকাতেই বালির বস্তা ফেলে বাঁধ তৈরি করে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। পাশাপাশি, ইছামতি নদীর পাড়, ডাসা ও কালিন্দীর মতো গুরুত্বপূর্ণ নদীগুলির বাঁধেও চলছে ঘর সাজানোর মতো করে বাঁধ নির্মাণের কাজ।
advertisement
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ঠিকই, তবে অনেকেরই আশঙ্কা—সময়মতো কাজ শেষ না হলে আবার বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই তাঁদের দাবি, দ্রুততার সঙ্গে সমস্ত দুর্বল নদীবাঁধগুলি মেরামতের কাজ শেষ করুক প্রশাসন। সুন্দরবনের নদীবাঁধ মানে শুধুই কাদামাটি নয়, বরং লক্ষ লক্ষ মানুষের প্রাণরক্ষা। তাই এই বাঁধ নিয়ে সরকারের সক্রিয়তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এখন শুধু দেখার, প্রকৃতির রোষ সামলাতে আগামী দিনে এই বাঁধগুলি কতটা কার্যকর প্রমাণিত হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বৃষ্টি কমতেই সচেষ্ট সেচ দফতর, সুন্দরবনের নদীবাঁধে মেরামতি জোরকদমে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement