International Indigenous Peoples Day: পালিত হল বিশ্ব আদিবাসী দিবস, কী বললেন জনজাতি নেতৃত্ব?
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
International Indigenous Peoples Day: পুরুলিয়ার বাঘমুন্ডি, হুড়া সহ একাধিক জায়গায় বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। রঘুনাথপুর পুরসভা এলাকায় মিছিল সহকারে এই দিনটি উদযাপন করেন আদিবাসী সমাজেরং প্রতিনিধিরা
পুরুলিয়া: আদিবাসী অধ্যুষিত জেলা পুরুলিয়া। রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের মানুষ এক বড় অংশ এই জেলায় বসবাস করেন। এই জেলার একটা অংশ আদিবাসী জনজাতির মানুষদের নিয়ে। গত ৯ অগস্ট যথাযথ মর্যাদায় জেলায় পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। এই দিন সমগ্র দেশ জুড়ে দিনটি পালিত হয়। একইভাবে জঙ্গলমহল জুড়েও একাধিক কর্মসূচির আয়োজন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। জেলা পুরুলিয়াতেও চলে নানান কার্যক্রম। বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করে থাকেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
শুক্রবার পুরুলিয়ার বাঘমুন্ডি, হুড়া সহ একাধিক জায়গায় বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। রঘুনাথপুর পুরসভা এলাকায় মিছিল সহকারে এই দিনটি উদযাপন করেন আদিবাসী সমাজের অন্যতম সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল ও জুওয়ান মহল। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা রাজেন টুডু সহ অন্যান্যরা।
advertisement
advertisement
এই বিষয়ে সংগঠনের নেতা রাজেন টুডু বলেন, সারা বিশ্ব জুড়ে এই দিনটি পালিত হচ্ছে। আদিবাসীদের কথা ভেবে রাষ্ট্রসংঘ এই দিনটি তাঁদের জন্য ঘোষণা করেছে। তাঁরাও এই দিনটি পালন করলেন পুরুলিয়া জেলায়। আদিবাসীদের নিজের অধিকারের জন্যই এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে।
১৯৯৪ সাল থেকে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়ে আসছে। রাষ্ট্রসঙ্ঘের নির্দেশে দিনটি পালিত হয়। জঙ্গলমহলের জেলা পুরুলিয়া আদিবাসী অধ্যুষিত জেলা। তাই এই জেলায় এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই গোটা দিনই সমগ্র জেলা জুড়ে নানান আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালিত হয়েছে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 10, 2024 3:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
International Indigenous Peoples Day: পালিত হল বিশ্ব আদিবাসী দিবস, কী বললেন জনজাতি নেতৃত্ব?