Inspirational Story: পড়ুয়ারা তাঁকে বলেন ফিনিক্স’, যিনি নিঃশব্দে আলো জ্বালিয়ে গেছেন হাজার প্রাণে,জানুন তাঁর জীবন কাহিনি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Inspirational Story: বসিরহাটের ফিনিক্স’ যিনি নিঃশব্দে আলো জ্বালিয়ে গেছেন হাজার প্রাণে
উত্তর ২৪ পরগণা: বসিরহাটের ফিনিক্স’ যিনি নিঃশব্দে আলো জ্বালিয়ে গেছেন হাজার প্রাণে। ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ‘ফিনিক্স’ নামে পরিচিত। সারা রাজ্য ও দেশের নানা প্রান্তে তাঁর প্রাক্তন ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে আছেন—কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা অধ্যাপক কিংবা স্কুল শিক্ষক। অথচ সরকারি স্বীকৃতির খাতায় সেই নাম আজও অবহেলিত। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বসিরহাটে একাগ্র সাধনায় যিনি গড়ে তুলেছেন অগণিত ছাত্র, সেই শিক্ষক সুভাষ কুণ্ডু আজ শুধুই স্মৃতিতে।
দেশ স্বাধীন হওয়ার ঠিক ছ’মাস আগে, ১৯৪৭ সালে বসিরহাটের বড় কালীবাড়ি পাড়ায় জন্মগ্রহণ করেন সুভাষ কুণ্ডু। পিতা সুধীরকৃষ্ণ কুণ্ডু ছিলেন একজন ব্যবসায়ী। পড়াশোনার হাতেখড়ি বসিরহাট হাই স্কুলে, এরপর বিদ্যাসাগর কলেজ থেকে পদার্থবিদ্যায় অনার্স ও রাজাবাজার সায়েন্স কলেজ থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের সূচনা হয় ১৯৬৮ সালে, বসিরহাট কলেজে পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে। ১৯৭১ সালে রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ে তাঁকে নকশাল আন্দোলনের অভিযোগে গ্রেফতার করে দমদম সেন্ট্রাল জেলে পাঠানো হয়।
advertisement
advertisement
কিন্তু মুক্তির পর রাজনীতির পথ ছেড়ে তিনি আবার ফিরে আসেন পাঠদানের কাজে। ১৯৭৭ সালে তিনি যোগ দেন বসিরহাট হাই স্কুলে পদার্থবিদ্যার শিক্ষক হিসেবে। ২০০৭ সালে অবসর গ্রহণের পরেও থামেননি। নিজের বাড়িতেই গড়ে তুলেছিলেন আধুনিক ল্যাবরেটরি ও গ্রন্থাগার—‘ইনস্টিটিউট অফ ফিজিক্স’। যেখানে কোনও ছাত্রকে কখনও কোনও অর্থ দিতে হয়নি। বিনা পয়সার এই প্রতিষ্ঠান হয়ে ওঠে বসিরহাটে বিজ্ঞান শিক্ষার এক আশ্রয়স্থল।
advertisement
অবসরের পর তাঁর পেনশনের বড় অংশই খরচ হয়েছে ছাত্রদের জন্য। একান্ন বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে ছাত্র তৈরি করে গেছেন নিঃস্বার্থভাবে। আজ তিনি আমাদের মাঝে নেই—প্রায় চার বছর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু তাঁর গড়া শত শত ছাত্র আজও বহন করে তাঁর আদর্শ, তাঁর শিক্ষা, এবং তাঁর প্রতি অশেষ কৃতজ্ঞতা।
advertisement
Julfikar Molla
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 11:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Inspirational Story: পড়ুয়ারা তাঁকে বলেন ফিনিক্স’, যিনি নিঃশব্দে আলো জ্বালিয়ে গেছেন হাজার প্রাণে,জানুন তাঁর জীবন কাহিনি