Bangla Video: মহিলাদের কথা ভেবে এবার অভিনব উদ্যোগ গ্রামবাসীদের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Bangla Video: নারীদের সুরক্ষার কথা চিন্তা করে অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমানের এই গ্রামে। স্বতস্ফূর্ত ভাবে তাদের এই প্রয়াসে সামিল হয়েছে স্থানীয় মহিলারাও
পূর্ব বর্ধমান: সমাজে নারীদের সুরক্ষার কথা চিন্তা করে অভিনব উদ্যোগ এই গ্রামে। স্বতস্ফূর্ত ভাবে তাদের এই প্রয়াসে সামিল হয়েছে স্থানীয় মহিলারাও। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত একটি গ্রাম পহলানপুর। আর এই গ্রামেই আয়োজিত হচ্ছে এই কর্মসূচি। মেয়েদের আত্নরক্ষার প্রশিক্ষণ দিতে উদ্যোগী হয়েছে এই গ্রামের ছাত্র ও যুব সমাজ। তাদের উদ্যোগে পহলানপুর গ্রামে চলছে মেয়েদের আত্নরক্ষার প্রশিক্ষণ কর্মশালা।
যোদ্ধা শ্রীক্ষণ্ডী শীর্ষক এই শিবিরে সম্পূর্ন বিনামূল্যে মেয়েদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়াস নিয়েছে তারা। এক মাস ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরটি চলবে বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের তরফে। মেয়েদের সুরক্ষার দায়ভার, যাতে মেয়েরা নিজেরাই গ্রহন করতে পারে, সেই লক্ষ্যেই তারা উদ্যোগী হয়েছেন এই কাজে। এই প্রসঙ্গে উক্ত এলাকার পঞ্চায়েত উপপ্রধান প্রবীর কুমার সরকার জানান, শুধুমাত্র আত্মরক্ষার জন্য মহিলাদের যেভাবে বিনামূল্যে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। আমি এহেন উদ্যোগকে সাধুবাদ জানাই।
advertisement
আরও পড়ুন: কাকদ্বীপে হাসপাতালে দালাল চক্রের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সুপারের
পহলানপুরে আয়োজিত এই শিবিরে প্রশিক্ষণ দিচ্ছেন ব্ল্যাক বেল্ট শুভজিৎ মালিক। পহলানপুর গ্রামের ছাত্র ও যুব সমাজের এই উদ্যোগে খুশি স্থানীয় মহিলারাও। তাদের কথায় এই ধরনের প্রয়াস আরও বেশি প্রয়োজন। যাতে বাড়িতে মা বাবা তাদের মেয়েদের সুরক্ষা নিয়ে আর দুশ্চিন্তা না করে।
advertisement
advertisement
এছাড়াও এই ক্যারাটে প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে মহিলারাও অনেক উপকৃত হবে বলেই মনে করছেন। এই বিষয়ে ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী এক পড়ুয়া জানিয়েছে, বর্তমান সমাজে যা পরিস্থিতি সেই জায়গায় আমরা এই প্রশিক্ষণ নিয়ে অনেকটাই উপকৃত হব বলে মনে করছি। আমরা নিজেদের আত্মরক্ষা যেরকম করতে পারব সেরকম আমাদের পরিবারের সদস্যরাও নিশ্চিন্তে থাকতে পারবে।
advertisement
এক মাস যাবৎ প্রতি সপ্তাহের রবিবার ও বুধবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিট থেকে এই প্রশিক্ষণ দেওয়া হবে মহিলাদের। পহলানপুর স্কুল মাঠে এই শিবিরটি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বহু বিশিষ্ট মানুষ সামিল হয়েছে পহলানপুর ছাত্র ও যুব সমাজের এই উদ্যোগে। মহিলাদের জন্য আয়োজিত এহেন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 03, 2024 9:32 PM IST