Jhargram News: ইট-সিমেন্ট নয়, গোটা বাড়িটা তৈরি শুধু...! চুরি রুখতে কী দিয়ে বাড়ি বানালেন জঙ্গলমহলের বাসিন্দারা? জানলে চমকে যাবেন

Last Updated:

ব্যবহার হয়নি এক মুঠো সিমেন্ট, শুধু পাথর দিয়ে তৈরি গোটা বাড়ি! প্রাচীনকাল থেকেই জঙ্গলমহলে চুরি রুখতে অভিনব পদ্ধতিতে তৈরি হয় এই ধরণের বাড়ি। 

+
বাড়ির

বাড়ির দেওয়ালে পাথরের ব্যবহার

ঝাড়গ্রাম: এক মুঠো সিমেন্টও লাগেনি, শুধু পাথর দিয়ে তৈরি গোটা বাড়ি! চুরি রুখতে অভিনব পদ্ধতি অনুসরণ করেন জঙ্গলমহলের বাসিন্দারা। চারিদিকে শুধু জঙ্গল মাঝে মাঝে রয়েছে কয়েকটি বাড়ি। কয়েক বছর আগে এখানে ঘন জঙ্গলের পথ বেয়ে যেতে আসতে গা ছমছম করত। রাত নামলেই থাকত ডাকাতির আশঙ্কা।
জঙ্গলের মাঝে বসবাস করাও ভয়ের ব্যাপার ছিল মাঝে মাঝেই ডাকাত পড়ত গ্রামে। মাটির বাড়িতে সুযোগ পেলেই চোরেরা কাটত সিঁধ কেটে লুঠ পাট চালাত, বাড়ির সমস্ত জিনিসপত্র যেত তাদের খপ্পরে। তা বন্ধ করতে হিমসিম খেত হত গ্রামের মানুষকে। সেখান থেকেই আসে‌ বাড়ির দেওয়ালে পাথরের ব্যবহার।
advertisement
advertisement
জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা বনের কাঠ,পাতা সহ নানান বনজ সম্পদ সংগ্রহ করে দিন যাপন করত। আর তা চুরি হয়ে গেলে তাদের খুব কষ্ট হত। সেখান থেকে বাঁচতে নতুন পথ খোঁজেন তারা। বানান হয় পাথরের ঘর। মাটির পরিবর্তে পাথরের ব্যবহারের ফলে চোরেরা সহজে সিঁধ বা দেওয়াল কাটতে পারত না।
advertisement
পাথরে আঘাত করলে আওয়াজ হয় ফলে গ্ৰামবাসীদের হাতে ধরা পড়ার সম্ভাবনা থাকে। আর পাথরের বাড়ি সাধারণত কাঠের বা অন্যান্য হালকা উপাদানের তৈরি বাড়ির চেয়ে বেশি নিরাপদ হয়, কারণ পাথর শক্ত এবং সহজে ভাঙ্গা বা ভেদ করা যায় না।
বাড়িটি তৈরির সময় দেওয়া হয় পাথরের মাঝে মাঝে মাটি। ব্যবহার করা হয় না সিমেন্ট। তাতেই হয় শক্ত পোক্ত। এখানকার মানুষ জঙ্গল থেকে পাথর সংগ্রহ করে নিয়ে আনেন। এতে খরচও বাঁচবে, ঘর হবে এসির মত ঠাণ্ডা।
advertisement
মাটির বাড়ি এমনিতেই ঠান্ডা। পাথর তার থেকেও বেশি ঠাণ্ডা। ফলে গ্রীষ্মের সময় এই বাড়িতে থাকলে আপনি অনুভব করতে পারবেন এসির মত ঠাণ্ডা। মাটির বাড়িতে যেমন বর্ষার সময় স্যাঁতস্যাঁতে ও গুমোট ভাব থাকে। কিন্তু পাথরের বাড়িতে তা হয় না। ফলে বাড়িটি বসবাস করাও বেশ আরামদায়ক।
প্রত্যন্ত জঙ্গলমহলের বেলপাহাড়ি ব্লকের ডডরা গ্রামে রয়েছে বেশ কয়েকটি পাথরের বাড়ি। কেবল পাথরের বাড়ি তৈরি করলেই যে চুরি বন্ধ হয়ে যাবে, এমন নয়। চুরি বন্ধ করতে একটি পদক্ষেপ হতে পারে। তবে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা সহজ ও অল্প খরচে বানিয়ে নিতে পারেন এই ধরনের বাড়ি। বর্তমান সময়ে বাড়ির দেওয়া কেটে চুরির ঘটনা আর নেই বললেই চলে।
advertisement
তন্ময় নন্দী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ইট-সিমেন্ট নয়, গোটা বাড়িটা তৈরি শুধু...! চুরি রুখতে কী দিয়ে বাড়ি বানালেন জঙ্গলমহলের বাসিন্দারা? জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement