Howrah: রাস্তায় নাকি পড়ে রয়েছে আহত 'বাঘ', সকাল থেকে শোরগোল বাগনানে

Last Updated:

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন পরিবেশ কর্মী ও বন্যপ্রাণ সংরক্ষক চিত্রক প্রামাণিক ()।

বাঘ ভেবে আহত বাঘরোলকে দেখতে ভিড় হাওড়ায়৷
বাঘ ভেবে আহত বাঘরোলকে দেখতে ভিড় হাওড়ায়৷
#হাওড়া: দিন কয়েক আগেই বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘের দেখা মিলেছে৷ এই খবরের মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে বাঘের দেখা মেলার খবরে শোরগোল পড়ে গেল হাওড়ার (Howrah) বাগনানে!
এ দিন সকাল থেকেই হাওড়ার বাগনানের কাপালিপাড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের উপরে আহত অবস্থায় বাঘের (Tiger) মতো একটি প্রাণী পড়ে আছে বলে খবর ছড়িয়ে পড়ে৷ খবর ছড়িয়ে পড়তেই জাতীয় সড়কে প্রাণীটিকে দেখতে ছোটেন কয়েক'শো মানুষ। মুহুর্তের মধ্যেই রাস্তার উপর ভিড় জমে যায়। ছড়িয়ে পড়ে বাঘ আতঙ্ক।
advertisement
advertisement
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন পরিবেশ কর্মী ও বন্যপ্রাণ সংরক্ষক চিত্রক প্রামাণিক। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত উৎসুক জনতার ভুল ভাঙিয়ে জানান,'এটি বাঘ নয়, একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘরোল' (Fishing Cat Recovered in Howrah)। ততক্ষণে ঘটনাস্থলে এসে পৌঁছয় বাগনান থানার পুলিশ। খবর দেওয়া হয় বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পূর্ণ বয়স্ক বাঘরোলটিকে উদ্ধার করেন৷
advertisement
বন দফতরের কর্মীরা জানান, বাঘরোলটির পায়ে আঘাত রয়েছে৷ সম্ভবত জাতীয় সড়কের উপরে গাড়ির ধাক্কাতেই আহত হয় প্রাণীটি৷ এর পর সেটি আর রাস্তার ধারে ঝোপের মধ্যে ফিরে যেতে পারেনি৷
বন্যপ্রাণী সংরক্ষক চিত্রক প্রামাণিক বলেন,"এখনও আমাদের সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। ভুল ভাঙাতেই আমরা লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছি। আজও বাগনানে ঘটনাস্থলে দাঁড়িয়ে সেই সচেতনতার কাজই করলাম।" বন দফতরের তরফে জানানো হয়েছে, বাঘরোলটিকে সুস্থ করে তুলে উপযুক্ত স্থানে ছেড়ে দেওয়া হবে৷
advertisement
Santu Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: রাস্তায় নাকি পড়ে রয়েছে আহত 'বাঘ', সকাল থেকে শোরগোল বাগনানে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement