Infidelity: চার বছর ধরে অবৈধ সম্পর্ক! সংসার করতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্রের কোপ প্রেমিকাকেই!
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Infidelity: পরিবারে স্বামী ও সন্তান থাকলেও গৃহবধূকে তার সঙ্গে সংসার করার জন্য চাপ দিত প্রেমিক। আর সেই কারণেই প্রায় দিন মানসিক অত্যাচার চালাতেন ওই যুবক বলেই জানা গিয়েছে।
মুর্শিদাবাদ: চার বছর ধরে সম্পর্ক। পুকুরে বাসন ধুয়ে স্নান করতে গেলে গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ। গলার নলি ও হাতের আঙুল কেটে গেল গৃহবধূর। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন কান্দি মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার গাঙ্গেড্ডা গ্রামে।
অভিযোগ, গাঙ্গেড্ডা গ্রামের এক যুবকের সঙ্গে দীর্ঘ চার বছর ধরে অবৈধ সম্পর্ক লিপ্ত ছিলেন ওই গৃহবধূ। পরিবারে স্বামী ও সন্তান থাকলেও গৃহবধূকে তার সঙ্গে সংসার করার জন্য চাপ দিত প্রেমিক। আর সেই কারণেই প্রায় দিন মানসিক অত্যাচার চালাতেন ওই যুবক বলেই জানা গিয়েছে। বেশ কিছু দিন ধরেই গৃহবধূকে বাড়ি ছেড়ে তার সঙ্গে সংসার করার জন্য অত্যাচার করা হয়। কিন্তু তাতে রাজি হননি গৃহবধূ।
advertisement
আরও পড়ুন: অভিশপ্ত অ্যানাবেল ডল-কে নিয়ে ট্যুরে বেরিয়ে মৃ*ত্যু ভূত বিশেষজ্ঞের, আচমকা এমন অদ্ভুত মৃ*ত্যুতে বিশ্বজুড়ে তোলপাড়
বৃহস্পতিবার বাড়ির কাছেই পুকুরে বাসন ধুতে গেলে গৃহবধূর উপর চড়াও হয় ওই যুবক। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গলার নলি কাটা হয় এবং বাধা দিতে গেলে হাতের আঙুল কেটে যায়। গ্রামের বাসিন্দাদের নজরে এলে তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: বাড়ির ফ্রিজে ছেলের মৃ*তদে*হ নিয়ে হাসপাতালে বাবা-মা, আদালতের নির্দেশে বিচারের আশা! শিউরে উঠবেন জানলে
গৃহবধূর স্বামী জানিয়েছেন, ‘আমার স্ত্রীর সঙ্গে চার বছর ধরে অবৈধ সম্পর্ক লিপ্ত ছিল যুবক। সংসার করতে রাজি না হওয়ার কারণেই এই হামলা চালানো হয়েছে। পুলিশের কাছে আর্জি কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক যুবকের বিরুদ্ধে।’ পাশাপাশি ঘটনার পর পলাতক যুবক।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 7:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Infidelity: চার বছর ধরে অবৈধ সম্পর্ক! সংসার করতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্রের কোপ প্রেমিকাকেই!

