Mamata Banerjee-Indranil Sen: মুখ্যমন্ত্রীর সামনে গান গাইতে গিয়ে কথা ভুলে গেলেন ইন্দ্রনীল সেন! মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন?

Last Updated:

ইন্দ্রনীল সেন বলেন, ‘‘দিদির সামনে গান গাওয়া খুব চাপের। ভুল হলেই দিদি ধরে ফেলেন।’’

আবীর ঘোষাল, চুঁচুড়া: মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গান গাইতে গিয়ে কথা ভুলে গেলেন ইন্দ্রনীল সেন। নিজেই স্বীকার করলেন। তবে ইন্দ্রনীল সেনের এতে দোষ নেই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘অনেক গান হয়েছে। এত বড় বড় কবিতা-গান। মাঝে মাঝে মনে রাখা যায় না। ইন্দ্রনীল তো গান লিখে আনে না।’’ যদিও মঞ্চে ইন্দ্রনীল সেন বলেন, ‘‘দিদির সামনে গান গাওয়া খুব চাপের। ভুল হলেই দিদি ধরে ফেলেন।’’
এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, ‘‘অনেক গান আছে। তুমি অন্য একটা গাও।’’ ইন্দ্রনীল তখন ‘মা’ গানটি ধরেন। সেটিও ভুলে যান। শেষে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কবিতা শুনিয়ে দেন। এদিন চুঁচুড়ার মঞ্চে ঘটে ঘটনাটি ৷
advertisement
advertisement
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ যা লোক এসেছে তারা ভোট দিলেই রচনা জিতে যায়। লকেটরাণী হেরে যায়। এবারে একটা একটা আসন ধরে এগোতে হচ্ছে। এবার বিজেপি আবার আসলে কারও অস্তিত্ব থাকবে না। আর চাকরি ভুলে যান। ওরা চাকরি দেয় না। একটা ইলেকশনে রাজনৈতিক দলকে ভোট দেওয়া হয়, তার দায়বদ্ধতা দেখে। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি। যা বলেছি তাই করেছি। আর না বলেও একাধিক কাজ করেছি ৷ বিজেপি যে কথা বলে ভোট নিয়েছিল তারা তা করেনি।’’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee-Indranil Sen: মুখ্যমন্ত্রীর সামনে গান গাইতে গিয়ে কথা ভুলে গেলেন ইন্দ্রনীল সেন! মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement