Indian Soldier Death: পহেলগাঁওয়ের বদলা নিতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই সেনার, কাশ্মীরে এবার শহিদ বঙ্গসন্তান ঝন্টু আলি শেখ!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Jhantu Ali Shaikh: পহেলগাঁও কাণ্ডের পর থেকেই কাশ্মীরে জোর কদমে চলছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার উধমপুরে তল্লাশি অভিযানেরব সময় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন এক সেনা জওয়ান।
নদিয়া: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হালমায় ২৭ জন ভারতবাসীর মৃত্যুর পর থেকেই প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। হামলার পরই কাশ্মীরে নড়েচড়ে বসেছে ভারতীয় সেনা। বুধবারই উরি সেক্টরে অনুপ্রবেশকারী সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষ হয় সেনার৷ সংঘর্ষে নিকেশ করে ভারতীয় সেনা। পহেলগাঁও কাণ্ডের পর থেকেই কাশ্মীরে জোর কদমে চলছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার উধমপুরে তল্লাশি অভিযানেরব সময় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছেন এক সেনা জওয়ান।
জানা গিয়েছে, শহিদ জওয়ানের নাম ঝন্টু আলি শেখ। তিনি পশ্চিমবঙ্গের নদিয়ার বাসিন্দা। সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন সকাল থেকেই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী ৷ এই সময় দুদু-বসন্তগড় এলাকায় সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই সময় আহত হন ঝন্টি আলি শেখ। গুরুতর আহত অবস্থায় তাঁর চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা করা যায়নি। প্রাথমিকভাবে পরিচয় জানা না গেলেও, পরে সেনার তরফে জানানো হয় শহিদের নাম ঝন্টু আলি শেখ।
advertisement
হোয়াইট নাইট কর্পসের ৬ প্যারা এসএফ-এ ছিলেন ঝন্টু আলি শেখ। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, “আমাদের একজন সাহসী যোদ্ধা প্রাথমিকভাবে গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন ৷ পরে চিকিৎসা সত্ত্বেও শহিদ হয়েছেন ওই সেনা জওয়ান ৷” এছাড়াও জানানো হয়েছে,”তাঁর অদম্য সাহস এবং তার দলের বীরত্ব কখনও ভোলা যাবে না। ঝন্টু আলি শেখের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”
advertisement
advertisement
GOC, WhiteKnightCorps and all ranks salute braveheart Hav Jhantu Ali Shaikh of 6 PARA SF, who made the supreme sacrifice during a counter terror operation. His indomitable courage and the valour of his team will never be forgotten. We stand in solidarity with the bereaved family… pic.twitter.com/QpInGDPdXf
— ANI (@ANI) April 24, 2025
advertisement
ঝন্টু আলি শেখের মৃত্যুর খবর নদিয়া তার বাড়িতেই পৌছতেই কান্নায় ভেঙে পরে পরিবার। শোকের পরিবশ আশেপাশের এলাকাতেও। কখন শহিদ জওয়ানের নিথর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে সে সম্পর্কে এখনও কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বাংলার শহিদ জওয়ানের শেষকৃত্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2025 3:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Soldier Death: পহেলগাঁওয়ের বদলা নিতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই সেনার, কাশ্মীরে এবার শহিদ বঙ্গসন্তান ঝন্টু আলি শেখ!