Indian Railways: বিনা টিকিটে লোকাল ট্রেনে যাত্রা মহিলার, ভয়ে ভাঙল পা! কী কাণ্ড দেখুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Indian Railways: নানাভাবে বিনা টিকিটে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ সেই প্রচার চালানো হলেও এক অংশের যাত্রী এখনও বিনা টিকিটে যাত্রা চালিয়ে যাচ্ছেন বলেও জানা যায়। তা আটকাতেই চলছে চেকিং।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: টিকিট পরীক্ষক টিকিট চাইতেই ট্রেন থেকে ঝাঁপ মহিলা! ঘটনায় চাঞ্চল্য ছড়াল বামনগাছি স্টেশনে। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল বারাসাত স্টেশন ছাড়ার পরই টিকিট পরীক্ষকরা ট্রেনে উঠে যাত্রীদের টিকিট পরীক্ষা করতে থাকেন।
বিনা টিকিটে ভ্রমণ আটকাতে কিছুদিন ধরেই লাগাতার টিকিট চেকিং চলছে শিয়ালদহ বনগাঁ শাখায়। নানাভাবে বিনা টিকিটে ভ্রমণ দণ্ডনীয় অপরাধ সেই প্রচার চালানো হলেও এক অংশের যাত্রী এখনও বিনা টিকিটে যাত্রা চালিয়ে যাচ্ছেন বলেও জানা যায়। তা আটকাতেই চলছে চেকিং। এদিনও ট্রেন ছাড়ার কিছু পরেই টিকিট পরীক্ষক এক মহিলার কাছে টিকিট চান। কিন্তু তাঁর কাছে বৈধ টিকিট ছিল না।
advertisement
আরও পড়ুন: SIR সংক্রান্ত ৬৫ অভিযোগ তুলে কমিশনে শুভেন্দু অধিকারী, BLA-দের নিরাপত্তার দাবি বিজেপির
ফাইন দিতে বলা হলে তিনি তা দিতে অস্বীকার করেন। এর মধ্যেই ট্রেন যখন বামনগাছি স্টেশনে প্রবেশ করছে, ঠিক তখনই প্ল্যাটফর্মের উল্টোদিকের অফসাইডে ট্রেন থেকে ঝাঁপ দেন ওই মহিলা বলে জানা যায়। ফলে গুরুতর জখম হন তিনি। বামনগাছি স্টেশনের যাত্রীরা এবং রেলকর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে রেললাইন থেকে প্ল্যাটফর্মে তোলেন। প্রাথমিক ভাবে অনুমান, তাঁর একটি পা ভেঙে গিয়েছে।
advertisement
advertisement

পা ভাঙল মহিলার
আরও পড়ুন: শীত এলেই ঠোঁট ফেটে চৌচির? মধু ও ঘি ব্যবহারে নরম তুলতুলে হবে ঠোঁট! জানুন বিউটিশিয়ানের টিপস
রেল সূত্রে জানা গিয়েছে, আহত মহিলাকে প্রথমে স্টেশন মাস্টারের অফিসে নিয়ে যাওয়া হয় এবং পরে রেলকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় তাঁকে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ওই মহিলা জানান, তাঁর বাড়ি বামনগাছি স্টেশনের পাশেই। যদিও ওই মহিলার তরফে জানানো হয়, বারাসাত থেকে ট্রেন ঢুকে গিয়েছিল, তাই টিকিট কাটতে পারিনি তিনি।
advertisement
টিটি যখন টিকিট চাইছিলেন, তখন তার কাছে ফাইন দেওয়ার টাকাও ছিল না। কিছু বুঝে উঠতে না পেরেই ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন। অন্যান্য ট্রেন যাত্রীদের দাবি, মাত্র ৫ বা ১০ টাকার টিকিট না কেটে যারা ট্রেনে ওঠেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তবে এদিনের ঘটনা বিনা টিকিটে যাত্রার মূল্য যে কতটা ভয়ানক হতে পারে, তা একেবার চোখে আঙুল দিয়ে দেখাল বামনগাছি স্টেশন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
November 12, 2025 6:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: বিনা টিকিটে লোকাল ট্রেনে যাত্রা মহিলার, ভয়ে ভাঙল পা! কী কাণ্ড দেখুন
