Indian Railways: স্টেশনে মৃত্যুর মুখ থেকে বৃদ্ধা যাত্রীকে জীবনের বাজি রেখে উদ্ধার করে হিরো রেলের পয়েন্টসম্যান
- Reported by:Rudra Narayan Roy
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Indian Railways: একেই বলে 'রাখে হরি মারে কে' - বিরা স্টেশনে মৃত্যুর মুখ থেকে বৃদ্ধা যাত্রীকে জীবনের বাজি রেখে উদ্ধার করে হিরো রেলের পয়েন্টম্যান সৌমেন গঙ্গোপাধ্যায়। তার এই সাহসিকতার স্বীকৃতি দিল রেল।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: একেই বলে ‘রাখে হরি মারে কে’ – বিরা স্টেশনে মৃত্যুর মুখ থেকে বৃদ্ধা যাত্রীকে জীবনের বাজি রেখে উদ্ধার করে হিরো রেলের পয়েন্টম্যান সৌমেন গঙ্গোপাধ্যায়। তার এই সাহসিকতার স্বীকৃতি দিল রেল।
সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঘটনার মুহূর্তের ভিডিও। যেখানে দেখা গিয়েছে হার হিম করা দৃশ্য। ঘটনাটি ঘটে বিরা স্টেশনের ১ নম্বর লাইনে। বারাসাত-বনগাঁ শাখার আপ ট্রেনটি বনগাঁর দিকে ১ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুহূর্তে এক বৃদ্ধা যাত্রী অসাবধানতাবশত দ্রুত লাইন পার হওয়ার চেষ্টা করেন। ট্রেন আসছে দেখে, কিছুটা আতঙ্কগ্রস্থ হয়ে দ্রুত পার হতে গিয়েই হোচট খান। তখনই লাইনে পড়ে যান।
advertisement
advertisement
মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে চলেছে দেখেই, বিন্দুমাত্র সময় না করে নিজের জীবনকে বাজি রেখে ওই বৃদ্ধাকে প্রাণে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সৌমেন গঙ্গোপাধ্যায়। ট্রেনটি চলে যাওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে তিনি বৃদ্ধা যাত্রীকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সক্ষম হন। তাঁর তৎপরতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান ওই বৃদ্ধা যাত্রী। এই নিঃস্বার্থ সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা, সৌমেন গঙ্গোপাধ্যায়কে সাহসিকতা পুরস্কারে সম্মানিত করেন।
advertisement
শিয়ালদহ ডিভিশনের ডিআরএম বলেন, “ওই রেলকর্মীর ক্ষিপ্রতা এবং সাহসিকতা সত্যিই প্রশংসার যোগ্য। এই ধরনের কর্মচারীরাই ভারতীয় রেলওয়ের প্রকৃত গর্ব। ঘটনাকে ঘিরে যাত্রীদের মধ্যেও প্রশংসার ঝড় উঠেছে”। সকলেই একবাক্যে স্বীকার করেছেন, সময়মতো ওই পয়েন্টম্যান ঝাঁপিয়ে না পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সাহস, মানবিকতা ও কর্তব্যবোধের এমন উদাহরণ নিঃসন্দেহে বিরল। সোশ্যাল মিডিয়াতেও রেল কর্মীর এই প্রাণ বাঁচানোর কথা হয়েছে ভাইরাল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 24, 2025 8:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: স্টেশনে মৃত্যুর মুখ থেকে বৃদ্ধা যাত্রীকে জীবনের বাজি রেখে উদ্ধার করে হিরো রেলের পয়েন্টসম্যান









