Indian Railways: চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, দিশেহারা মহিলা! এক ফোনেই সমস্যার সমাধান, দেবদূত হয়ে পাশে দাঁড়াল ভারতীয় রেল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Indian Railways: ট্রেনে মহিলার প্রসব যন্ত্রণা দ্রুত চিকিৎসা কেন্দ্রে পাঠাল আরপিএফ, একই দিনের অসুস্থ তিনজন মহিলাকে সময়মত চিকিৎসার সহযোগিতায় রেল
হাওড়া, রাকেশ মাইতি: ট্রেনেই প্রসব যন্ত্রণায় কাতর মহিলাকে তড়িঘড়ি ট্রেন থামিয়ে হাসপাতালে নিয়ে গেল আরপিএফ, অন্যদিকে অসুস্থ আরও দু’জনকে যথাযত চিকিৎসার ব্যবস্থা! রেল যাত্রাকালে মহিলা যাত্রীদের সহযোগিতা নিয়ে এগিয়ে এল রেল কর্মীরা। আহত/অসুস্থ ব্যক্তিদের সহায়তা করেছে ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘মিশন সেবা’-এর অধীনে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) মানবিক প্রচেষ্টার মাধ্যমে ইস্টার্ন রেলওয়ে যাত্রীদের নিরাপত্তা যত্ন এবং কল্যাণে তার প্রতিশ্রুতি বজায় রেখেছে।
যেখানে দুর্দশাগ্রস্ত যাত্রীদের, বিশেষ করে যারা অসুস্থ, আহত বা জরুরী চিকিৎসার প্রয়োজন, তাদের সময়মতো সহায়তা প্রদানে সহযোগিতা রেলের। হাওড়া এবং শিয়ালদহ বিভাগের আরপিএফ কর্মীরা তিনজন মহিলা যাত্রীকে উদ্ধার করে গুরুতর সহায়তা করেছেন।
advertisement
advertisement
এদের মধ্যে ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে, অসুস্থ অবস্থায় একজন মহিলা যাত্রীকে একটি ট্রেন থেকে উদ্ধার করা হয় এবং দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় হয়। পাশাপাশি বালিগঞ্জ – পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনের মধ্যে আহত অবস্থায় পাওয়া গেছে আরেক মহিলা যাত্রীকে। আরপিএফ আধিকারিকরা প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য দ্রুত কাজ করে এবং একটি সরকারি চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে যাবার ব্যবস্থা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে সাহেবগঞ্জ রেলওয়ে স্টেশনে, একজন মহিলা যাত্রী ট্রেনের ভিতরে প্রসব বেদনা অনুভব করছেন। তাকে দেখেই আরপিএফ কর্মীরা দ্রুত সহযোগিতা করেন। নিরাপদ চিকিৎসা সেবার জন্য তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। আরপিএফ সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যার মাধ্যমে এদিন তিনজন মহিলা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে সুস্থ ও স্বাভাবিক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
December 05, 2025 9:28 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: চলন্ত ট্রেনে প্রসব যন্ত্রণা, দিশেহারা মহিলা! এক ফোনেই সমস্যার সমাধান, দেবদূত হয়ে পাশে দাঁড়াল ভারতীয় রেল

